বিধায়ক জাকির হোসেন লস্করের নামে মুর্দাবাদ ধ্বনি : উত্তাল মাটিজুরি
হাইলাকান্দি প্রতিনিধি, ১৫ ডিসেম্বর : মাটিজুরি সেতু অন্যত্র নির্মাণের পরিকল্পনা নিয়ে বিধায়ক জাকির হোসেন লস্করের ভূমিকায় ক্ষুব্ধ অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদসহ স্থানীয় জনতা।
শিলচর-হাইলাকান্দি সংযোগী সড়কের মাটিজুরীতে কাটাখাল নদীর উপর পুরাতন সেতুর স্থানে নতুন সেতু নির্মাণের দাবিতে বৃহস্পতিবার এজেওয়াইসিপির আহ্বানে প্রতিবাদী আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে মাটিজুরী।
বিভাগীয় তরফে আসাম মালা প্রকল্পের অধীনে মাটিজুরির বর্তমান সেতু থেকে দুই কিলোমিটার উত্তর দিকে নতুন সেতু নির্মাণের জন্য স্থান নির্ধারিত করা হয়েছে বলে জানা যায়।
মাটিজুরী, সামারিকোণা, কালাছড়া, নিমাইচান্দপুর, নিতানান্দপুর সহ বৃহত্তর এ অঞ্চলের জনসাধারণ মাটিজুরী সেতু অন্যত্র সরিয়ে নিতে বাধা প্রদান করেন।
বৃহত্তর এই অঞ্চলের মানুষের সুবিধার্থে মাটিজুরীতে কাটাখাল নদীর উপর স্ব-স্থানে নতুন সেতু নির্মাণের দাবিতে স্থানীয় বৃহস্পতিবার মাটিজুরী সেতুর পূর্ব পারে বিধায়ক জাকিরের বাড়ির সম্মুখে অসম জাতীয়তাবাদী যুব ছাত্রপরিষদের হাইলাকান্দি জেলা সমিতির কর্মকর্তা সহ স্থানীয় জনগণ এক ঘন্টার সড়ক অবরোধ কার্যসূচি পালন করেন।
এদিনের অবরোধ কার্যসূচিতে আন্দোলনকারিরা আসাম মালা নামের প্রকল্পের আওতায় মাটিজুরী সেতু অন্যত্র নির্মাণের কঠোর বিরোধিতা করেন।
অসম সরকার হায় হায়, হিমন্ত বিশ্বশর্মা হায় হায়, পূর্ত বিভাগ হায় হায়, স্থানীয় বিধায়ক মুর্দাবাদ, স্থানীয় বিধায়ক হায় হায়, মাটিজুরী সেতু অন্যত্র সরিয়ে নেয়া মানছিনা মানবনা এভাবেই বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করে তুলেন।
হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে হাইলাকান্দি সার্কল অফিসার ডেভিড বরা ও সদর থানার ওসি আমপি গাওলাপু বিশাল পুলিশ বাহিনী নিয়ে আন্দোলন স্থলে উপস্থিত হন।
সার্কল অফিসার ডেভিড বরা এবিষয়ে সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পূর্ত বিভাগের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। তাছাড়া এনিয়ে এজেওয়াইসিপির জেলা সমিতির মূখ্য উপদেষ্টা ও সম্পাদকের স্বাক্ষরিত তাদের দাবি সম্বলিত একখানা স্মারকপত্র সমজিয়ে নিলে আন্দোলন প্রত্যাহার করা হয়।