নিউজ ডেক্স গণআওয়াজ : শহরের বিভিন্ন এলাকার মল মূত্র শিলচর পৌরসভার গাড়ি করে শিলচর কালাইন রোডে এনে বরাক নদীর ধারে ফেলা হচ্ছে।
প্রথম এক গাড়ি মলমত্র নিয়ে ফেলা হয় শিলচর তারাপুর কালাইন শিব মন্দিরের পাশে।
পৌরসভা গাড়ি এগুলো এনে এখানে ফেলে চলে যায়।
স্থানীয় জনসাধারণ বাধা বাধা দিলেও গাড়ির চালক আবারো এখানে মলমূত্র ফেলে।
সেই সময় ক্ষুব্ধ জনতা জোট বদ্ধ হয়ে প্রতীবাদ জানান।
কার নির্দেশে এখানে এনে মলমূত্র ফেলা হচ্ছে জানতে চাইলে চালক সঠিক উত্তর দিতে পারেননি।
তবে কখনো বলছেন এডিসি, আবার কখনো বলছে কনট্রাক্টর।
এনিয়ে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনার সৃষ্ট হলে চাপে পড়ে পৌরসভার গাড়ি করে জল এনে আবর্জনা এবং মলমূত্র পরিষ্কার করে দেওয়া হয়। উল্লেখ্য যে, একদিকে সরকার নদীকে বাঁচাতে বিভিন্ন ধরনের যোজনা হাতে নিয়ে কাড়ি কাড়ি অর্থ ব্যয় করছে, অন্যদিকে মলমূত্র ফেলে দুষিত করছে।