জুলি দাস
করিমগঞ্জ, ১৫ ডিসেম্বর : যে কোনো প্রতিযোগিতায় হার-জিত থাকবেই। কেউ জয়ী হবে, কেউ পরাস্ত হবে। তবে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। বৃহস্পতিবার এভাবেই প্রতিযোগীদের উৎসাহিত করেছেন করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় অধ্যক্ষ শৈবালকান্তি দাস।
বিদ্যালয়ের বার্ষিক উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিযোগিতায় যোগদান করাটাই বড় কথা। ফলে যে কোনো প্রতিযোগিতায় আরো বেশি পরিমাণে যোগ দিতে ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানান অধ্যক্ষ।
অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে বক্তব্য রেখেছেন আসাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের প্রাক্তন ডিরেক্টর তথা কাছাড় কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড০ দেবাশীষ কর, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, সরকারি উচ্চতার মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিনয়ভূষণ কর, বিবেকানন্দ কলেজ অব এডুকেশনের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্র ভট্টাচার্য, এসএমডিসির সভাপতি রবিজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বার্ষিক উৎসবের শুরু হয়েছিল গত ৬ ডিসেম্বর, সমাপ্তি হয়েছে ১১ ডিসেম্বর। বৃহস্পতিবার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
সেখানে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা।
নিজেদের বক্তব্যে অতিথিরা ছাত্রদের ভালো করে পড়াশোনা করে দেশ তথা সমাজের কাজে মনোনিবেশ করার আর্জি জানান। অভিভাবকদেরও সন্তানদের পড়াশোনার প্রতি খেয়াল রাখার পরামর্শ দেন তাঁরা। প্রত্যেকেই অধ্যক্ষ শৈবালকান্তি দাসের বিদ্যালয় পরিচালনা এবং কর্মতৎপরতার প্রশংসা করেন।