ব্যুরো রিপোর্ট : প্ল্যাটফর্ম অ্যাগেনস্ট ইসলামিক জিহাদ-এর মুখ্য আহ্বায়ক বকুল মালাকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী কাছে স্মারকপত্র দিল নাগরিক সমাজ।
বুধবার বিভিন্ন সংগঠনের কর্মকর্তা তথা নাগরিক সমাজের পক্ষ থেকে স্মারকপত্রে বকুল মালাকারের ইসলাম-বিরোধী মন্তব্যের কঠোর সমালোচনা করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
অতি দ্রুত কড়া পদক্ষেপ নিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জোরালো আর্জি জানিয়েছেন স্মারকপত্র প্রদানকারীরা।
স্মারকপত্র দেওয়ার পর নাগরিক সমাজের মুখপাত্র আইনজীবী নজরুল ইসলাম লস্কর গণ আওয়াজকে জানিয়েছেন, এব্যাপারে তারা এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন।
এর মধ্যে বকুল মালাকারের উপযুক্ত শাস্তি না হলে বৃহত্তর প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হবে, দেওয়া হয় এই হুঁশিয়ারি।
এর আগে বকুল মালাকারকে ক্ষমা চাওয়ার জন্য বাহাত্তর ঘন্টার সময় দেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তাতে তিনি কর্ণপাত করেননি।
তাই বাধ্য হয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন।
নাগরিক সমাজের আজিজুর রহমান লস্কর বলেছেন, বকুল মালাকার ক্ষমা না চাওয়ায় এনিয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন।
নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ না করা হলে গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন তাঁরা।
এমনকী বনধের ডাকও দেওয়া হতে পারে। এসময় অন্যদের মধ্যে ছিলেন আনোয়ার উদ্দিন চৌধুরী, ফরিজ আলি বড়ভূঁইয়া, মুক্তাদির হোসেন, ইমরান মজুমদার প্রমুখ।