করিমগঞ্জ জেলা খাদ্য ও অসামরিক যোগান বিভাগের তুগলুকি কাণ্ড
সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ২০ ডিসেম্বর : দরিদ্র পরিবারগুলোকে বিনামুল্যে চাল বন্টনের সুবিধার জন্য সরকারের ন্যাজ্য মূল্যের দোকানীর ব্যবস্থা করা হয়েছে।
হিতাধীকারীরা যাতে সরকারি সামগ্রী নিয়মি পান।
কিন্ত জেলার খাদ্য ও অসামরিক যোগান বিভাগের গাফলতির কারনেই সরকারি ন্যাজ্য মূল্যর চাল থেকে বঞ্চিত থাকার অভিযোগ আনলেন দুল্লভছড়ার স্বামী হারা এক মহিলা রীনা সিনহা।
তিনি দুল্লভছড়া পাশ্ববর্তী ফেটিপাত গ্রামের বাসিন্দা এবং দুল্লভছড়া সমবায় সমিতির গ্রাহক। তাঁর কার্ড নং 181004900153 ।
রীনা সিনহার অভিযোগ, তাঁর রেশন কার্ড থাকার পরও তিনি সরকারী প্রাপ্য রেশন থেকে বঞ্চিত হয়েছে।
রেশন দোকানের মালিক রাজনারায়ন কৈরী নাকি তাঁকে জানিয়েছেন, এই রেশন কার্ড নম্বরে অপর এক জনের নাম রয়েছে।
রীনা সিনহা গণ আওয়াজকে জানিয়েছেন, তিনি এব্যাপারে দুল্লভছড়া সমবায় সমিতির সম্পাদকের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে জেলার খাদ্য ও অসামরিক যোগান বিভাগের অফিসে করিমগঞ্জে গিয়ে সংশোধন করার পরামর্শ দিয়েছেন।
তিনি অভিযোগ করে বলেন, পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুর পর সরকারি চাল না পাওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে অনাহারে দিন যাপন করছেন। এরজন্য তিনি বিভাগীয় গাফিলতিকে দায়ী করেন। তিনি তাঁর রেশন কার্ডের এই সমস্যার সমাধান করে দেওয়ার দাবী জানান।