দুর্লভছড়া চরগোলা ভ্যালী পাবলিক হাইয়ার সেকেন্ডারি স্কুলের রজত জয়ন্তীতে প্রধান অতিথি হিসাবে রাজ্যের শিক্ষামন্ত্রী ড: রনোজ পেগু ও বিশেষ অতিথি হিসাবে রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী তথা করিমগন্জ জেলার অবিভাবক মন্ত্রী পীযূষ হাজারিকার উপস্থিতি নিশ্চিত করেছে কমিটিl
দিশপুরে রাতাবাড়ির বিধায়ক তথা ‘রজত জয়ন্তী উদযাপন কমিটি’-র সভাপতি বিজয় মালাকারের নেতৃত্বে এক প্রতিনিধিদল মন্ত্রীদ্বয়ের সঙ্গে দেখা করে আগামী ফেব্রুয়ারি মাসে সিভিপিএইচ এস স্কুলের রজত জয়ন্তীতে আসার আমন্ত্রণ জানালে উভয়েই উপস্থিত থাকবেন বলে কথা দিয়েছেনl
জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে তারা রাতাবাড়ীর বিধায়ক বিজয় মালাকারকে সফর কর্মসুচী জানাবেনl
প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রণব মুখার্জি, বিদ্যালয়ের অধ্যক্ষ তথা উৎসব কমিটির মুখ্য সংযোজক দেবাশীষ সিনহা, উৎসব উদযাপন কমিটির সহ-সম্পাদক দীপন সিনহা ও এসএমডিসির সভাপতি মৃণাল সিনহা প্রমূখ l এক প্রেস বার্তায় রজত জয়ন্তী উদযাপন কমিটির প্রেস ও পাবলিসিটি সাব-কমিটির সভাপতি অংশুমান পাল এর খবর জানিয়েছেনl