সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ৩১ ডিসেম্বর : বিষুপ্রিয়া মনিপুরী সমাজের বিশিষ্ট সমাজ চিন্তক এবং মাতৃভাষার প্রাথমিক স্তরের “এ বাকার এল” বিষুপ্রিয়া মনিপুরী ভাষার প্রথম কাব্য রচয়িতা কবি, সাহিত্যক ও শিক্ষাবীদ মহাসভার প্রাক্তন সভাপতি গোপীমোহন মুখোপাধ্যায়ের ১০০ তম জন্মদিন পালন করা হয়।
৩০ ডিসেম্বর আনিপুর এস্ক আর্মির প্রেক্ষাগৃহে বি, মি সাহিত্য পরিষদের কার্যকরী সভাপতি বীরেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে বিষুপ্রিয়া মনিপুরী সাহিত্য সংস্কৃতি একাডেমি, হিঙ্গালার উদ্যোগে এক স্মৃতি সভার আয়োজন করা হয়।
সুবল চন্দ্র সিংহ, চান্নিঘাট হাইস্কুলের প্রধান শিক্ষক দেবাশীষ সেনগুপ্ত, প্রাক্তন প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সিংহ, অধ্যক্ষ বীরেন্দ্র সিংহ, রাজমোহন সিংহ, সুস্মিতা মুখার্জীরা প্রয়াতের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
শিক্ষকার প্রসারে স্কুল প্রতিষ্টা, আর্দশ শিক্ষক রুপে সন্মান, সাম্প্রদায়িক ঐক্য পালনে বিশেষ ভুমিকায় ডিসির প্রশংসা পত্র ও বিষুপ্রিয়া মনিপুরী ভাষায় প্রাথমিক স্তরে শিক্ষকার প্রচলন সহ সমাজ সেবায় তিনি নিয়োজিত ছিলেন।
বিনিতা মুখার্জী ও লক্ষীন্দ্র সিংহ এ অনষ্টানে কবিতা পাঠ ও সাধনা সিংহ গান পরিবেশন করেন।
অনুষ্টানটি সঞ্চালনা করেন কাঞ্চন বরন সিংহ। নীতু সিংহের ধন্যবাদান্তে অনুষ্টানের সমাপ্তি ঘটে। প্রেস বার্তায় খবরটি জানিয়েছেন নীতু সিংহ।