সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ৩ জানুয়ারি : সপ্তাহে বিশেষ করে দুল্লভছড়ায় মঙ্গল ও শুক্রবার সকাল থেকেই খুচরা ও পাইকারি বাজার বসাতে জনসমাগম প্রচুর হয়।
এর মধ্যে সিংলা নদীর ব্রিজের উপর সহ পিডাব্লিউডি কার্য্যালয় পর্যন্ত `নো পার্কিং জোন করা সত্ত্বেও অবাধে গাড়ি পার্কিংয়ের কারনে পথচারীদের বিপদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
এতে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কয়েক বার দৃঢ় পদক্ষেপ নেওয়া সত্বেও যান চালকদের গাফিলতির কারণে ভুক্তে হচ্ছে পথচারীদের।
মঙ্গলবার রাতাবাড়ি পুলিশ এব্যাপারে তৎপর হয়ে উঠে এবং যানবাহন গুলকে নো এন্ট্রি জোনের ভিতরে প্রবেশ করতে দেয়নি।
স্থানীয় দোকানিরা জানিয়েছেন, আগে দুল্লছড়ায় বাজারের দিনগুলোতে পুলিশ প্রশাসনের লোক ট্রাফিক নিয়ন্ত্রণ করতেন, কিন্তু বর্তমানে সেই ব্যবস্থা না থাকাতে দিনের পর দিন যানজট সমস্যা বেড়েই চলেছে। আজ রাতাবাড়ী পুলিশ পুনরায় যানঝট নিয়ন্ত্রণে পুলিশ পাঠানোয় তারা ধন্যবাদ জানান।