গ্রামীন ডাক জীবন বীমা নিয়ে রামকৃষ্ণনগরে সচেতনতা মেলা

Spread the love

সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ৯ জানুয়ারি : ডাক বিভাগের জীবনবীমা পলিসি সম্পর্কে সাধারণ নাগরিকদের সচেতন করার লক্ষ্যে নিয়ে শনিবার রামকৃষ্ণ নগর সাব পোস্ট অফিসে এক দিবসীয় সচেতন মেলা আয়োজন করা হয়।

এতে বিভিন্ন বয়সের লোকেরা গ্রামীণ ডাক জীবনবীমা পলিসি গুলি নিয়ে অবগত হন।পরিবারের জীবন সুরক্ষায় অনেকেই পলিসি করে থাকেন।

পাথারকান্দি সাব ডিভিশনের পোস্টাল ইন্সপেক্টর ননী দাস বক্তব্যে জানান এক দিবসীয় এই সচেতনতা মেলায় গ্রাহকেরা বিভিন্ন জটিল প্রশ্নের উত্তর জানতে পেরে অনেকেই সরকারি স্কিমগুলির গুরুত্বের সচেতন হয়েছেন।

এত রয়েছে আরপিএলআই, পিএলআই, টিডি, এনএসসি, এসসিএসএস, পিপিএপ  সহ আর স্কিম। তাছাড়া উক্ত দিনে  আধার কার্ডের সুবিধা প্রদান করা হয়।

বিভাগীয় আধিকারিকের পক্ষ থেকে জানা যায়  সচেতনতা মেলাটি বিভিন্ন জায়গায় চালিয়ে যাওয়া হবে, যাতে গ্রাহকেরা সরকারি  সুবিধার জীবনবীমা পলিসি থেকে বঞ্চিত না হন।

বিভাগীয় কর্মীদের মধ্যে  ছিলেন হিরন‍্যাভ চক্রবর্তী, অএস মেইল পাথারকান্দি সাবডিভিশন, সোহিনী রায়, রুমি রায়, অভিজিৎ শর্মা, অমলেন্দু নাথ, সানি পাল, দেবাশীষ সূত্রধর প্রমূখরা।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token