ধলাই, ১২ জানুয়ারি : ধলাই বিধানসভা সমষ্টির স্বেচ্ছাসেবী সংস্থা কর্মায়নের ব্যবস্থাপনায় স্বামী বিবেকানন্দ জন্মদিন তথা জাতীয় যুব দিবস উদযাপন করা হয় ফ্রেঞ্চনগরে।
নরসিংপুর উন্নয়ন খণ্ডের স্বেচ্ছাসেবী সংগঠন কর্মায়ন সংস্থার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার আধ্যাত্মিক চেতনার প্রাণপুরুষ, যুব সমাজের পথ প্রদর্শক, বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী তথা যুব দিবস শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয়।
এ উপলক্ষে স্থানীয় ১৪৪০ নং অনুমতি এলপি স্কুল প্রাঙ্গনে বেলা ১০ ঘটিকায় স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলন করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সংস্থার কর্মকর্তা সহ ছাত্র-ছাত্রীরা।
স্বামীজির জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার রায় স্বামীজীর জীবনী অনুসরণ করে চলা আমাদের প্রত্যেকের কর্তব্য বলেন।
বীর সন্ন্যাসী যুব সমাজের পথ প্রদর্শক স্বামীজীর বিভিন্ন বাণী পাঠ করে জ্ঞান আহরণ করা প্রয়োজন। তাছাড়া সমাজের প্রতিটি কাজে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা মাম্পি দাশ, স্থানীয় মাতব্বর কুলেন্দ্র রায়, কর্মায়ন সংস্থার সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস, সহ-সম্পাদক রিন্টু চাকমা, কার্যকরী সদস্য গৌরাঙ্গ দাস, সদস্যা সুমা রাণী মালাকার, জ্যোতি রাণী মালাকার, ওমপ্রকাশ মালাকার, সুমা মালাকার, সম্পাই মালাকার, অঙ্গনবাড়ি কর্মী নিবেদিতা দাস সহ ছাত্র-ছাত্রীরা।