হাইলাকান্দি, ১৫ জানুয়ারি : হাইলাকান্দি রবীন্দ্র মেলার বিভিন্ন প্রদর্শনীতে টিকিটের অত্যধিক মূল্যবৃদ্ধির অভিযোগ ওঠেছে।
বিগত দুই বছর কোভিড-১৯ অতিমারীর কারনে মেলা হয়নি। এবার সেই মেলা শুরু হওয়ায় জেলাবাসী উপভোগ করতে উদগ্রীব।
মেলার ১০তম দিনে অন্যান্য জেলার মেলা থেকে রবীন্দ্র মেলার ভীড় লক্ষ্যনীয়। কিন্তু বিভিন্ন প্রর্দশনীতে টিকিটের অত্যাধিক মুল্যবৃদ্ধিতে অনেকেই হিমসিম খেতে হচ্ছে।
বিশেষ করে গ্রামাঞ্চলের লোকেরা অতিরিক্ত মুল্যবৃদ্ধির কারণে মেলার মনমতো আনন্দ উপভোগ করতে পারছেন না। দীর্ঘমেয়াদী লকডাউন এবং পরবর্তীতে স্থানীয় কাঁচা সুপারিতে নিষেধাজ্ঞা থাকায় আর্থিক অবস্থা অত্যন্ত দূর্বল।
এমতাবস্থায় দীর্ঘ প্রতিক্ষিত মেলায় টিকিটের মূল্যবৃদ্ধিতে আনন্দ উপভোগ করতে পারছেন না তারা।
শনিবার মেলা পরিদর্শন করে সাংবাদিকদের ডেকে এভাবে মেলার বিভিন্ন প্রদর্শনীতে অতিরিক্ত মূল্য বৃদ্ধির কথা তুলে ধরে প্রতিবাদ জানান সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন,আমসু-র হাইলাকান্দি জেলা কমিটির কর্মকর্তারা।
তাদের মতে গ্রামাঞ্চলের মানুষ বড় বড় শহরে যেতে পারেন না। গৃহজেলার রবীন্দ্র মেলাই তাদের স্বপ্ন। এখানেই পরিবার পরিজনদের নিয়ে কেনা কাটা সহ বিভিন্ন প্রর্দশনী উপভোগ করেন।
কিন্তু অতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে গ্ৰামাঞ্চলের সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন। তাই এবিষয়ে হাইলাকান্দি রবীন্দ্র মেলা কমিটির দৃষ্টি আকর্ষণ করে টিকিটের মূল্য হ্রাস করার দাবি জানান তারা।