সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ১৫ জানুয়ারি : করিমগঞ্জ এবং হাইলাকান্দী জেলার গরীব মেধা ও জটিল রোগীদের চিকিৎসার ব্যয়ভারের জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা।
পরিবারের সদস্যরা তাদের অতি মূল্যবান সামগ্রী ন্যূনতম মূল্যে বিক্রয় করে রোগীদের চিকিৎসা সেবা চালিয়ে যাওয়াতে দিনের পর দিন পরিবারের সদস্যদের অর্থনৈতিক সমস্যায় দিন যাপন করতে হয়।
তাছাড়া দুই জেলার অনেক মেধাবী ছাত্রছাত্রী রয়েছে যারা আর্থিক ভাবে পিছিয়ে থাকার কারনে শিক্ষার দিক দিয়ে পিছিয়ে রয়েছে।
তাই করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা বিষয়টি রাজ্যর মূখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মার কাছে দুই জেলার এই জলন্ত সমস্যার কথা তুলে ধরে আর্থিক সহযোগিতার দাবি জানান।
মূখ্যমন্ত্রী জটিল রোগী সহ পড়ূয়াদের কথা ভেবে তাদের সাহায্যের জন্য ত্রাণ তহবিল থেকে ১০২ জন নামে চেক প্রদান করেন বলে জানান সাংসদ কৃপানাথ মালা।
আজ ১৫ জানুয়ারি সাংসদ কৃপানাথ মালা বিদ্যানগরের নিজ বাসভবনে হিতাধিকারীদের মধ্যে চেক বিতরন করেন।
মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ অনেক অসহায় রোগী ও মেধা পড়ূয়ারা উপকৃত হবে বলে তিনি ধন্যবাদ জানান। উপকৃতরাও সাংসদ কৃপানাথ মালা ও রাজ্যর মূখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।