দুল্লভছড়া, ২ ফেব্রুয়ারি : বৃহত্তর দুর্লভছড়া প্রগতিশীল নাগরিক মঞ্চের সভাপতি অংশুমান পালের পিতা একাশী বছর বয়সী অসিত পাল দীর্ঘদিন থেকে লিভার ও স্নায়ুর সমস্যায় ভুগছিলেনl
বিশিস্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাঃ সমুদ্ধ ধর ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ পৃথ্বীরাজ ভট্টাচার্য তার চিকিৎসা করছিলেন। অবশেষে তাদের পরামর্শে শ্রী পালকে ২ ফেব্রুয়ারি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেl
রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ বাবুল কুমার বেজবরুয়া ও মেডিকেল কলেজের সুপার ডাঃ ভাস্কর গুপ্তর কাছে একটা চিঠি লিখে এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নিতে অনুরোধ করেনl
অন্যদিকে রাজ্যের পরিবহন আবগারি ও মৎস্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যও বৃহস্পতিবার সকালে ওই দুজনকে ফোন করে এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নিতে নির্দেশ দেনl
অবশেষে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে অসুস্থ অসিত পালকে শিলচর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের আইসিইউ-র ২৬ নম্বর বেডে রাখা হয়l
বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে ছেলে অংশুমান পাল জানিয়েছেন। অংশুমান পিতার সঙ্গে হাসপাতালেই আছেনl
অংশুমান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার এবং শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেনl অসিত পাল দুল্লভছড়া হাসপাতাল রোডের প্রয়াত স্বাধীনতা সংগ্রামী তথা শিক্ষক অশ্বিনী কুমার পালের পুত্র