ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ হাইলাকান্দি : রাস্তা এবং আরসিসি সেতুর দাবিতে রাইজর দলের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল পূর্ব হাইলাকান্দি।
আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু না হলে পূর্ত বিভাগের কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করার হুমকি জহির উদ্দিনের।
স্বাধীনতার ৭ দশক পার হলেও আজ পর্যন্ত যাতায়াত উপযুক্ত ব্যবস্থা নেই পূর্ব হাইলাকান্দির বড়হাইলাকান্দি প্রথম খণ্ডে।
হাজার হাজার মানুষ সহ স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
বড়হাইলাকান্দি প্রথম খণ্ড থেকে মজুমদারপাড়া পর্যন্ত পূর্ত বিভাগের রাস্তা থাকলেও রয়েছে জরাজীর্ণ অবস্থায়।
রাস্তাটি পাথর আর কাঁদায় দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
জীবনের ঝুকি নিয়ে বাঁশের সাঁকোর উপর দিয়ে মরাখাল পার হয়ে চলাচল করতে হয় এলাকার কয়েক হাজার মানুষ সহ ছাত্র ছাত্রীদের।
ব্যাবসা- বানিজ্য সহ শিক্ষার ক্ষেত্রে বহু পিছিয়ে রয়েছেন বৃহত্তর এলাকাবাসী।
ভুক্তভোগীরা স্থানীয় বিধায়ক থেকে শুরু করে বিভাগীয় আধিকারিকদের দ্বারস্থ হয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ করেন।
তাই বাধ্য হয়ে রাইজর দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক জহির উদ্দিন লস্করের দ্বারস্থ হন ভুক্তভোগী জনগণ।
রবিবার রাইজর দলের কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন লস্কর স্থানিয়দের নিয়ে প্রতিবাদি করেন। জেলা প্রশাসন, পূর্ত বিভাগ হায়, হায়, স্থানীয় বিধায়ক নিরব কেন জবাব চাই ইত্যাদি শ্লোগানে উত্তাল করে তুলেন এলাকার আকাশ বাতাস।