সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ৯ ফেব্রুয়ারি : রাতাবাড়ি বিধানসভার দুল্লভছড়া সিংলানদীর উপরের আরসিসি ব্রীজের লোহার রেলিংটি ভেঙ্গে যাওয়াতে যে কোন মুহূর্তে অঘটনের সম্ভাবনা দেখা দিয়েছে।
বিশেষ করে ব্রীজটির দুই পাশেই রয়েছে কয়েকটি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্টান সহ ব্যবসায়ী প্রতিষ্টান।
দৈনিক বাজারের দিন গুলিতে সকাল থেকেই অগনিত জনসমাগম সহ যাত্রীবাহী যানবাহন ও স্কুল পড়ূয়ারা ছাত্রছাত্রীরাও চলাচল করেন।
কিন্ত আরসিসি ব্রীজটির রেলিংয়ের সিংহ ভাগ অংশ ভেঙ্গে পড়ায় বিপদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
অন্যদিকে সিংলার এই ব্রীজের আশপাশে থাকা বিভিন্ন রকমারীর দোকানীরা তাদের দোকানের বর্জ্যপদার্থ নদীর পাশে ফেলায় অনেক সময় ব্রীজের রেলিং-এর উপর আটকে যাওয়াতে রেলিং গুলিতে কলিং ধরেও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তাই বার্জ্যপদার্থ গুলো সটিক স্থানে ফেলার জন্য অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসীর পক্ষ থেকে ব্রীজটির রেলিং মেরামতের জন্য বিভাগীয় আধিকারিক সহ রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকারের দৃষ্টি আর্কষন করাও হয়েছে। এদিকে সিংলানদীর পাশে থাকা ভূবনেশ্বর সাধু ঠাকুর কলাকেন্দ্র কমিটির সদস্যরা দুর্ঘটনা এড়াতে বাঁশের বেড়া দিয়ে রেলিংয়ের কিছু অংশ ডেকে রেখেছেন।