ধলাই, ১৪ ফেব্রুয়ারি : এবার রেশন কার্ড আবেদন প্রক্রিয়ায় দুর্নীতি প্রকাশ্যে এল। নরসিংপুর সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতের জনগণ সরব প্রতিবাদ সাব্যস্ত করেছেন।
সমগ্র রাজ্যে আরম্ভ হয়েছে নুতন রেশন কার্ড আবেদন প্রক্রিয়া। নরসিংপুর উন্নয়ন খণ্ডের সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েত এলাকায়ও চলছে কার্ডের আবেদন।
তবে রেশন কার্ড আবেদন প্রক্রিয়ায় বিভিন্ন নথিপত্র প্রয়োজন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে জিপি কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ স্থানীয়দের।
বর্তমান সরকার জনগণের স্বার্থে নুতন রেশন কার্ড আবেদন নিয়ে কিছু বিধিনিয়ম তৈরী করেছে।
কিন্তু সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েত এলাকায় গৃহকর সহ আয়কর প্রদান করার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে জিপি কর্তৃপক্ষ।
সোমবার স্থানীয় জনগণ জিপি কার্যালয় প্রাঙ্গণে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন।
অবশেষে পরিস্থিতি সামাল দিতে ধলাই পুলিশ সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েত কার্যালয়ে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখতে জিপি সচিব সহ কর্মকর্তাদের ধলাই থানায় নিয়ে যাওয়া হয়।
জিপি সভাপতি সমসুল হক মজুমদারকেও থানায় ডেকে ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্সপেক্টর মনোজ বরুয়া।
এদিকে স্থানীয়রা সাংবাদিকদেরকে জানান, রেশন কার্ড আবেদনের জন্য গৃহকর ও আয়করের নাম করে ২০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আদায় করেছে জিপি কর্তৃপক্ষ। এনিয়ে এলাকার জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে।