শ্যামল আচার্য, রামকৃষ্ণনগর : রামকৃষ্ণ নগর উন্নয়ন খণ্ডের দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বরুয়ালা গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ডের এক বৃদ্ধা মহিলার বাসগৃহ ঝড় তুফান ভেঙে চুরমার করে দিয়েছে।
বৃহস্পতিবার বিকাল পাঁচটায় আকস্মিক ঝড় তুফান আসলে নেয়ারুন নেছা নামের ওই মহিলার ঘর ভেঙে পড়ে।
নিজ গৃহে বিছানার ওপর শুয়ে থাকা অবস্থায় হটাৎ তাঁর উপর ঘর ভেঙে পড়ে।
পার্শ্ববর্তী লোকজন বিকট আওয়াজ শুনতে পেয়ে দৌঁড়ে ছুঁটে এসে তাকে উদ্ধার করেন।
তারা এসে সম্পূর্ণ ঘর ভেঙে পড়া অবস্থায় দেখতে পান। সেই ঘরের ভেতরেই ছিলেন ওই মহিলা। তারা তড়িঘড়ি ওই ঘরের ভেতর থেকে মহিলাকে উদ্ধার করেন।
বৃদ্ধাকে তারা পাশের একটি ঘরে নিয়ে আশ্রয় দেন। শনিবার সাংবাদিকদের ডেকে তাঁর করুন অবস্থার কথা তুলে ধরেন ওই মহিলা।
বর্তমানে নিজের ঘরে থাকার মত কোনো ব্যাবস্থা নেই তাঁর।
স্থানীয় ওয়ার্ড সদস্য কমরুল ইসলাম এবং বিশিষ্ট সমাজসেবক নুরুল হক এসে সরকারি ব্যাবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
এছাড়াও নুরুল হক বৃদ্ধার এই অবস্থা দেখে ব্যাক্তিগতভাবে আর্থিক সাহায্য করেন এবং রামকৃষ্ণ নগর চক্র আধিকারিক কার্যালয়ের সাথে যোগাযোগ করে সরকারি সাহায্য পাইয়ে দেবেন জানান।
অন্যদিকে, বৃদ্ধা সংবাদ মাধ্যমের সামনে বলেন তাঁর আর্থিক অবস্থা খুবই খারাপ, হটাৎ ঘর ভেঙে পড়ায় তিনি অসহায় হয়ে পড়েছেন। প্রতিবেশীরা তাদের ঘরে থাকার জায়গা দিলেও কতদিন তিনি এভাবে থাকবেন, তাই বিধায়ক সিদ্দেক-বিজয় মালাকার এবং করিমগঞ্জ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।