ভুক্তভোগী বানাবাসিদেরকে বাদদিয়ে তৈরি হয়েছে হিতাধিকারিদের তালিকা : ডিসি অফিসে ধর্নার হুংকার

Spread the love

কালাইন, ৬ সেপ্টেম্বর, মঙ্গলবার : বন্যায় ক্ষতিগ্রস্ত কাঠিগড়া সমষ্টির সেউতি জিপির ৫নং ওয়ার্ডের মানুষ ফের পরিদর্শনে দাবিতে সরব হয়ে ওঠেছেন।

তারা জানান, আসামের মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শম্মার নির্দেশ অনুসারে বন্যা প্লাবিত অঞ্চল পরিদর্শনে একটি তদন্তকারি দলকে দু’ দুবার পাঠানো হয়।

কিন্তু ওই দলের কর্মকর্তারা পাটোয়ারী নীলকান্ত সিংহ, শিক্ষক সৈইদ আহমেদ, সিআরসি জয়ন্ত দাস ও ওয়ার্ড সদস্যার প্রতিনিধি নাইম উদ্দিন ভুক্তভুগিদের বাড়ী বাড়ী না গিয়ে এক স্থানে বসেই তালিকা তৈরি করেন।

ভুক্তভোগী মানুষের অভিযোগ সরকারি এই উদাসীনতার জন্য খতিগ্রস্ত ৯০ শতাংশ মানুষ প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।

তারা বারবার জেলা উপায়ুক্তের কার্য্যলয় এবং কাঠিগড়া সার্কেল অফিসে অভিযোগ নামা দাখিল করেও কোন লাভ হয়নি।

আতাবুর রহমান চৌধুরী, পাটোয়ারী নীলকান্ত সিনহা, সি আর সি জয়ন্ত দাস, শিক্ষক সৈইদ আহমেদকে চিনহিত করে বলেন দেশ যখন দূর্নীতি মূক্ত ভারত গড়তে চাইছে তখন সরকারী আধিকারিকরা দালাল রাজ চালিয়ে যাচ্ছেন।

আজ ভুক্তভুগি জনসাধারন সংবাদ মাধ্যমে আসামের মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শম্মা মহাশয় এবং কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের দৃষ্টি আকর্ষণ করে আগামী ১৫ সেপ্টেম্বর চরম সময়সিমা বেঁধে দেন।

 এর ভিতরে পুনরায় যদি ভুক্তভোগী জনগণের বাড়ি বাড়ি গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে লিষ্ট তৈরী করা না হয় তবে তারা কাছাড়ের জেলা উপায়ুক্তের কায্যালয় এর সামনে প্রতিবাদে জানাতে বাধ্য হবেন।

সাংবাদিকদের সামনে ভুক্তভোগীদের পক্ষে উপস্থিত ছিলেন নাইম উদ্দিন, ফকর উদ্দিন, আতাবুর রহমান চৌধুরী, আব্দুর রহমান চৌধুরী, সফিয়া বেগম প্রমুখ।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token