অযোধ্যায় ২২ জানুয়ারি হবে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা   

Spread the love

সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলনের আহ্বান বিশ্বহিন্দু পরিষদের

নিউজ ডেক্স, গণআওয়াজ : অযোধ্যায় ২২ জানুয়ারি হবে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর সংঘ চালক মোহন ভাগবতের উপস্থিতিতে অযোধ্যায় অনুষ্ঠিত হবে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা।

এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে দক্ষিণপূর্ব প্রান্তের বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুর থেকে সাধুসন্ত ও বিশিষ্ট আমন্ত্রিত ব্যবক্তিত্বরা উপস্থিত থাকবেন।

এছাড়াও ধাপে ধাপে রামমন্দির দর্শন করার সুযোগ দেওয়া হয়েছে সারা দেশের সনাতনী হিন্দুদের।

শিলচর আশ্রম রোডের বিশ্বহিন্দু পরিষদের কার্যালয়ে আজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন পরিষদের দক্ষিণপূর্ব প্রান্ত সংগঠন মন্ত্রী পূর্ণ চন্দ্র মণ্ডল এবং সভাপতি শান্তনু নায়েক।  

তারা জানান, অযোধ্যা থেকে অক্ষয় চাল এবং আমন্ত্রনপত্র সহ রামমন্দিরের ছবি এসে পৌঁছেছে।

আগামী ১ জানুয়ারি থেকে সংঘ পরিবারের কার্যকর্তারা অযোধ্যা থেকে আসা অক্ষয় চাল এবং আমন্ত্রনপত্র সহ রামমন্দিরের ছবি প্রতিটি হিন্দু ঘরে পৌঁছে দেবে।

এই অভিযান চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

শান্তনু নায়েক আরও জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে একটি ট্রেন সংঘ কার্যকরতাদের নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওয়ানা হবে।

এই ট্রেন দক্ষিণপূর্ব প্রান্তের সংঘ পরিবারের কার্যকর্তাদের নিয়ে ১৬ ফেব্রুয়ারি অযোধ্যায় পৌঁছবে এবং ১৭ ফেব্রুয়ারি তারা দর্শন করার পর রাতেই সেখান থেকে রওয়ানা হবে।

এভাবে ভারতের প্রতিটি প্রান্তের সংঘ পরিবারের কার্যকর্তাদের রামমন্দির দর্শনের জন্য এক একটি দিন দেওয়া হয়েছে।

পরিষদের সংগঠন মন্ত্রী পূর্ণ চন্দ্র মণ্ডল ২২ জানুয়ারি ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার দিন প্রতিটি মন্দিরে ১১ টা থেকে ১২.৩০ টার মধ্যে একশ আটবার রাম নাম জপের আহবান জানিয়েছেন। এছাড়াও সন্ধ্যার সময় প্রতিটি হিন্দু ঘরে অন্তত পাঁচটি করে প্রদীপ জালানোর আহ্বানও জানান তিনি।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token