মেঘালয়ে বোমা বিস্ফোরণ মামলায় চার এইচএনএলসি জঙ্গির বিরুদ্ধে এনআইএ-র চার্জশীট

Spread the love

শিলং, ৭ সেপ্টেম্বর, বুধবার : জাতীয় তদন্ত সংস্থা এনআইএ হাইনিউট্রেপ ন্যাশনাল লিবারেশন কাউন্সিলের ‘এইচএনএলসি’ চার জঙ্গির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে।

এইচএনএলসি-র যেসব জঙ্গির বিরুদ্ধে এনআইএ চার্জশিট দাখিল করেছে, তাদের বিরুদ্ধে ১২ ডিসেম্বর, ২০২০ সালে মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া হিলস জেলার স্টার সিমেন্ট ফ্যাক্টরি কলোনি লেনের স্টাফ কোয়ার্টারের পিছনে সংঘটিত একটি বোমা বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

শিলংয়ের বিশেষ এনআইএ আদালতে এইচএনএলসি জঙ্গিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে এনআইএ ।

এইচএনএলসি জঙ্গিরা স্টার সিমেন্ট ফ্যাক্টরি কলোনি লেনের স্টাফ কোয়ার্টারের পিছনের বিস্ফোরণ সংক্রান্ত একটি মামলায় চার অভিযুক্তের বিরুদ্ধে UA(P) আইনের অধীনে 1967 ধারায় চার্জশিট দায়ের করেছে।

তদন্ত রিপোর্টে জানা গেছে, স্টার সিমেন্ট লিমিটেডের মালিককে এইচএনএলসি-র অর্থ-কাম সামাজিক সাংস্কৃতিক সম্পাদক মারিয়াস রেঞ্জাহ ওরফে হেপ কোইটের দাবিকৃত অবৈধ কর পরিশোধ না করায় বিস্ফোরণটি ঘটিয়েছিল।

মেঘালয় পুলিশের কাছ থেকে এনআইএ এই কেসটি নিয়েছিল ১৫ মার্চ, ২০২১ সালে। চার্জশিটে এইচএনএলসি-র জঙ্গিদের নাম হচ্ছে ইমানুয়েল সুচেন ওরফে শ্ব, ববি মারওয়েন ওরফে রেগান মারওয়েন ওরফে ওয়ানবোর খারদেসা ওরফে লুং ওরফে উইলিয়াম, সাইনকুপার নংট্রাও ওরফে ডেং ডেং এবং মারিয়াস রিঞ্জা ওরফে হেপ কোইট।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token