গৌহাটি, ৭ সেপ্টেম্বর, বুধবার : বুধবার থেকে শুরু হচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। মঙ্গলবারই কংগ্রেসের তরফে ভারত জোড়ো যাত্রার টাইটেল সং ও ট্যাগলাইন প্রকাশ করা হয়।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে অক্সিজেন জোগানোর জন্যই হয়তো কংগ্রেসের এই ‘ভারত জোড়ো যাত্রা’ কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ৩৫৭০ কিলোমিটার পদযাত্রার আয়োজন করেছে কংগ্রেস।
কিন্তু যাত্রা শুরুর হওয়ার আগেই কংগ্রেসকে বিঁধলেন প্রাক্তন কংগ্রেস নেতা অসমের বিজেপি দলের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রী ভারত সংযুক্ত ও ঐক্যবদ্ধই রয়েছে বলে দাবি করে বলেন, রাহুল গান্ধীর উচিত পাকিস্তানে এই কর্মসূচি চালানো।
সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে প্রাক্তন কংগ্রেস নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন ১৯৪৭ সালে কংগ্রেসের আমলেই ভারত ভাগ করা হয়েছিল।
তিনি বলেন, কংগ্রেস ভারত জোড়ো যাত্রা শুরু করবে, রাহুল গান্ধীর উচিত পাকিস্তানেই এই পদযাত্রা করা। ভারতে এই পদযাত্রা করে লাভ কী? ভারত সংযুক্ত ও ঐক্যবদ্ধই রয়েছে।
আমি রাহুল গান্ধীকে পরামর্শ দিতে চাই, উনি যেন ভারত জোড়ো যাত্রা পাকিস্তানে করেন।
আজ, বুধবার শুরু হচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। তার আগে মঙ্গলবারই কংগ্রেসের তরফে ভারত জোড়ো যাত্রার টাইটেল সং ও ট্যাগলাইন প্রকাশ করা হয়।
রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি যে যে রাজ্যে যাবেন, সেই রাজ্যের স্থানীয় ভাষাতেই এই গান প্রকাশ করা হবে। দলের সাংসদ জয়রাম রমেশ জানান, গোটা পদযাত্রাই লাইভস্ট্রিম করা হবে।
তার জন্য আলাদাভাবে একটি ওয়েবসাইটও খোলা হয়েছে।
আজ তামিলনাড়ুর কন্য়াকুমারী থেকে এই ভারত জোড়ো যাত্রার সূচনা হচ্ছে। ১৫০ দিন পর জম্মু-কাশ্মীরে পদযাত্রা শেষ হবে। মোট ১২টি রাজ্য ও ২টি কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে দিয়ে এই পদযাত্রা করা হবে।