হাইলাকান্দি, আসাম, ৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার : প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের কাজ অসমাপ্ত থাকায় খোলা আকাশের নিচে রাত্রিযাপন করতে হচ্ছে নিতাইনগর জিপির বহু পরিবারকে।
পঞ্চায়েত বিভাগের একাংশ কর্মকর্তাদের গাফিলতিতে এমন পরিস্থিতিতে হিতাধীকারীদেরকে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার পূর্বসোনাপুরে এক সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদে সরব হন অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের নেতা হোসেন আহমদ মজুমদার।
তিনি হিতাধীকারীদেরকে পাশে রেখে হাইলাকান্দির জেলাশাসক ও ব্লক ডেভেলপমেন্ট অফিসারের হস্তক্ষেপ কামনা করেন।
শীঘ্রই হিতাধীকারীর ব্যাঙ্ক একাউন্টে চতুর্থ কিস্তি অর্থাৎ জবকর্ডের পেমেন্ট দিতে আহ্বান জানান ছাত্রনেতা হোসেন সহ হিতাধীকারীরা। এদিনের সাংবাদিক সম্মেলনে হিতাধীকারীর মধ্যে উপস্থিত ছিলেন ইসলাম উদ্দিন মজুমদার, কমরুল ইসলাম মজুমদার, জাহান উদ্দিন চৌধুরী, সিরাজ উদ্দিন মজুমদার ও মসরফ আলী মজুমদার।