খোকন রায়, হাইলাকান্দি, ৯ সেপ্টেম্বর শুক্রবার : সুধাকণ্ঠ ড. ভূপেন হাজরিকার ৯৬ তম এবং আশা ভোঁসলের ৮৯ তম জন্মদিন উপলক্ষে প্লাসিড মোটরস্ হাইলাকান্দি (হিরো মোটরস্)-এর উদ্যোগে শহরের আশ্রম রোডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই দুই কালজয়ী শিল্পীর জন্মদিন পালন করা হল।
৮ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন হাইলাকান্দির সিডব্লুসি সদস্যা বিনতা সিনহা। একে একে সব অতিথি দুই শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদানের পর শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। ভূপেন হাজরিকা ও আশা ভোঁসলে সম্পর্কে আলোচনা করেন বিশিষ্ট নাট্যকার বিপ্লব দাস, এনএইচ নিউজের সহ-কর্ণধার অমিতাভ শর্মা, সাংবাদিক দীপঙ্কর দত্ত প্রমুখ।
অনুষ্ঠানে ড. ভূপেন হাজরিকা ও আশা ভোঁসলের কালজয়ী কিছু গান পরিবেশন করেন স্বাস্থ্যকর্মী নলবাড়ির নবকুমার চৌধুরী, বন্দনা সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষা বন্দনা চক্রবর্তী, লালার শিক্ষাবিদ তথা বিশিষ্ট শিল্পী বিশু সিংহ, বিপ্লব দাস, বিপাশা পাল, সুরজ গোস্বামী, শিশুশিল্পী তানিয়া দেব, মাহী দত্ত, বাগীশ্বরী সিনহা প্রমুখ। তবলায় এবং গিটারে সংগত করেন যথাক্রমে বিশিষ্ট যন্ত্রশিল্পী কিরিটি চক্রবর্তী এবং জেলা পশু চিকিৎসক ড. জয়ন্ত তালুকদার।
বিনতা সিনহা ব্যক্তিগত উদ্যোগে উপস্থিত শিল্পী তথা অতিথিদের নৈশভোজের ব্যবস্থা করেন।