খোকন রায়, হাইলাকান্দি, ৯ সেপ্টেম্বর, শুক্রবার : হাইলাকান্দিতে পুলিশের জালে ধরা পড়ল চার এটিএম প্রতারক। বুধবার আখতার হুসেন লস্কর নামে এক প্রতারককে হাতেনাতে ধরে স্থানীয় মানুষ পুলিশে সমঝে দিয়েছিলেন। এরই সূত্র ধরে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে গ্রেফতার করে হাইলাকান্দি পুলিশ।
শুক্রবার হাইলাকান্দি পুলিশের সীমান্ত শাখার ডেপুটি পুলিশ সুপার নির্মল ঘোষ জানান, বৃহস্পতিবার ভোর রাতে হাইলাকান্দি সদর থানার টাউন সাব-ইন্সপেক্টর নবজ্যোতি লাহন ও স্পেশাল ইনভেস্টিগেশন ব্রাঞ্চের কনস্টেবল অমিত কুমারের নেতৃত্বে পুলিশ কাছাড় জেলার ধলাই থানা এলাকায় অভিযান চালায়।
সেখান থেকেই আরও তিন এটিএম প্রতারককে গ্রেফতার করা হয়। এরা হল আব্দুল হক মজুমদার, পীয়ার হুসেন লস্কর ও আজমল হুসেন লস্কর।
সবাই ধলাই থানার ভাগা বাজারের বাসিন্দা। পুলিশ ইতিমধ্যে তাদের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির নামে থাকা আটটি সক্রিয় এটিএম কার্ড উদ্ধার করেছে।
ঘটনার সূত্রপাত গত বুধবার।
এদিন হাইলাকান্দি শহরের সর্দার পেটেল রোডে থাকা এসবিআই শাখার ভিতরে একটি এটিএম বুথে টাকা তুলতে গিয়েছিলেন স্থানীয় মনাছড়া এলাকার আমির হুসেন মজুমদার নামের এক বয়স্ক ব্যক্তি।
ওই ব্যক্তির পেছনেই ছিল আখতার হুসেন লস্কর নামের বছর ত্রিশের এক যুবক। ওই যুবক প্রথমে কৌশলে আমির হুসেনের এটিএমের পিনটি দেখে নেয়।
তারপর তাকে সাহায্যের ছলে তার এটিএম কার্ডটি পাল্টে ফেলে সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করে।
কিন্তু ততক্ষণে আমির হুসেন নিজের কার্ডটি বদল হয়েছে দেখে তাকে ডাকতে থাকলে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই স্থানীয় মানুষ তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।