নিউজ ডেক্স, গণআওয়াজ : সারা দেশের সঙ্গে গণেশ চতুর্দশীতে মণ্ডপ ও আকর্ষণীয় আলোকসজ্জায় উৎসব মুখর হয়ে উঠেছে শহর শিলচর।
ঢাকের কাটি পড়তে না পড়তেই আনন্দে মেতে উঠেছেন ভক্তপ্রান মানুষ। কারণ সামনেই এসে পড়েছে দূর্গা পূজা, তার আগে এই গণেশ চতুর্থী।
আর এই গণেশ চতুর্থীকে ঘিরে সাজ সাজ রব গোটা শহরজুড়ে, একাধিক পূজা মণ্ডপে ক্রমই বেড়ে চলেছে ভক্তদের ঢল।
শনিবার থেকে শুরু হয়েছে গনেশ চতুর্থী। গত কয়েক বছর ধরে শিলচরে খুব জমজমাটের সহিত গনেশ চতুর্থী পালন করা হচ্ছে।
এবারও পিছিয়ে নেই বিভিন্ন পূজা কমিটি, শনিবার থেকে তিন দিনব্যাপী মঙ্গল মূর্তি গনেশ পূজো করার সাথে সাথে পূজা কমিটিগুলো রাস্তায় বৈদ্যুতিক আলোয় শহরকে ভাসিয়ে দিয়েছে।
সেই সাথে বিশাল আকারের মণ্ডপে বড় অঙ্কের অর্থও খরচ করা হচ্ছে।
বিশেষ করে এই আলো শিলচর শহরকে নতুন করে আনন্দিত করেছে, পূজা মণ্ডপ গুলোতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার থেকে জাঁকজমকভাবে পূজো শুরু হয়েছে এবং মন্ডপে মণ্ডপে ভক্তদের ঢল নেমেছেন।
শিলচরের সোনাই রোড, রাঙিরখাড়ি থেকে শুরু করে সঞ্জয় মার্কেট সহ বিভিন্ন মণ্ডপে চলছে গণেশ আরাধনা। উৎসবকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বী জনগণ আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছেন।