রূপক নাথ, কাটিগড়া, ১২ সেপ্টেম্বর সোমবার : অসম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়ন কাছাড় জেলার তৃতীয় জেলা সম্মেলন রবিবার পূর্ব কাটিগড়া’র গোবিন্দপুর হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সকাল ১১টা থেকে দিনব্যাপি সম্মেলনে জেলার বিভিন্ন শিক্ষা ব্লকের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত প্রায় দুই শতাধিক মধ্যাহ্ন ভোজন কর্মচারীদের উপস্থিতিতে বেশ কিছু প্রস্তাব নেওয়া হয়।
এদিন বিমল দাসকে সভাপতি এবং শিলা মণ্ডলকে সাধারণ সম্পাদিকা নির্বাচিত করে ২৩ সদস্য বিশিষ্ট জেলা মধ্যাহ্ন ভোজন কর্মচারী কমিটিও গঠন করা হয়।
প্রস্তাবগুলর মধ্যে রয়েছে, মধ্যাহ্ন ভোজন কর্মচারীদের সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি প্রদানের জন্য সরকারের কাছে জোরালো দাবি জানানো।
কর্মচারীদের বকেয়া বেতন অনতিবিলম্বে প্রদানের দাবি সহ মধ্যাহ্ন ভোজন কর্মচারীদের সামাজিক সুরক্ষা প্রদান করা।
বামপন্থী সংগঠন সিটুর’র আওতায় আগুন্তক দিনে দাবি আদায়ে জোরদার গণ-আন্দোলন গড়ে তোলা। এছাড়া আরও বেশ কিছু প্রস্তাব নেওয়া হয়।
কমরেড অপরাজিতা চক্রবর্তী ও মৌসুমী পালের যৌথ পরিচালনায় আয়োজিত এদিনের জেলা সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিয়নের রাজ্য কমিটির সহ-সভাপতি কমরেড হিতেশ দাস, সিআইটিইউ’র কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সুপ্রিয় ভট্রাচার্যী, সম্পাদক অভিজিৎ গুপ্ত,কমরেড নাসির উদ্দিন চৌধুরী, মৌসুমী পাল সহ অন্যান্যরা।
আগুন্তক দিনে জোরদার গণ-আন্দোলন কর্মসূচি রূপায়ণ সহ বিভিন্ন কথা তুলে ধরেন সিটুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সুপ্রিয় ভট্রাচার্যী এবং মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়নের রাজ্য কমিটির সহ-সভাপতি কমরেড হিতেশ দাস।