রঙ্গিয়া, ১৩ সেপ্টেম্বর, মঙ্গলবার : নিয়োগের নামে বিজেপি সভাপতি তথা রঙ্গিয়ার বিধায়ক ভবেশ কলিতার বিরুদ্ধে ২০১৮ সালে দুর্নীতির অভিযোগ এনে ফেসবুকে পোস্ট করেছিলেন জয়া কলিতা নামে এক তরুণী।
কিন্তু এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দীর্ঘ ৫ বছর পর আজ পাল্টা অভিযোগ এনে রঙ্গিয়া থানায় তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন বিতর্কিত বিজেপির ওই বিধায়ক ভবেশ কলিতা।
২০১৮ সালে জয়া কলিতা নামে ওই তরুণী ফেসবুকে পোস্ট করেছিল, সেই সময় বিজেপি রঙ্গিয়ার বিধায়ক ভবেশ কলিতা ছিলেন আসামের সেচমন্ত্রী।
তরুণী অভিযোগ করেছিলেন, সেচ বিভাগে নিয়োগ প্রক্রিয়া চলাকালীন সময়ে ফোনে টাকা চেয়েছেন।
কিন্তু দীর্ঘ পাঁচ বছর পর বিজেপি রাজ্য সভাপতি তথা রঙ্গিয়ার বিজেপি বিধায়ক ভবেশ কলিতা প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন এটা মিথ্যা প্রচার।
তিনি দলিয় করমিদেরকে সঙ্গে নিয়ে রঙ্গিয়া থানায় গিয়ে জয়া কলিতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কালিতা তাকে লক্ষ্য করে পোস্টটিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন এবং বলেন যে ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের মিথ্যা অভিযোগ করা হচ্ছে।