হাইলাকান্দি, ১২ সেপ্টেম্বর, মঙ্গলবার : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক প্রাক্তন মাদ্রাসা অধীক্ষক। ঘটনা মঙ্গলবার সকালের।
এদিন ভোর সাড়ে ছটা নাগাদ নিজের স্কুটি নিয়ে প্রয়োজনীয় কাজের জন্য কোথাও যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন হাইলাকান্দির মিরারগ্রাম এলাকার বড়জুরাই গ্রামের খলিলুর রহমান লস্কর।
লক্ষিরবন্দের নাহার গ্যাস এজেন্সির সামনে জাতীয় সড়কের পাশে স্কুটি থামিয়ে অন্য একজনের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন।
এমন সময় পিছন দিক থেকে দ্রুতগামী একটি লরি এসে সজোরে ধাক্কা মারলে দাঁড়িয়ে থাকা স্কুটি সহ রক্তাক্ত হয়ে সড়কের উপর লুটিয়ে পড়েন অবসরপ্রাপ্ত এই অধীক্ষক।
ঘটনার পর চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোক জড়ো হয়ে সংকটজনক অবস্থায় আহত খলিলুর রহমান লস্করকে উদ্ধার করে হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে তড়িঘড়ি নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।
হাসপাতালে পৌঁছা মাত্রই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
খলিলুর রহমানের বয়স হয়েছিল ৬৭ বছর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হাইলাকান্দি পুলিশ। ততক্ষণে ঘাতক লরি নিয়ে ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয় চালক।
পুলিশ হত খলিলুর রহমানের স্কুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। প্রয়াত খলিলুর রাহমান লস্কর লক্ষ্মীরবন্দ হাইমাদ্রাসার প্রাক্তন অধীক্ষক ছিলেন। তাঁর মৃত্যু সংবাদ পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।