লখিমপুর: আবারও সংবাদ শিরোনামে উত্তর প্রদেশের লখিমপুর। দুই দলিত নাবালিকা বোনের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত দুই নাবালিকার একজনের বয়স ১৭ এবং অন্যজনের বয়স ১৫। বুধবার লখিমপুর খেরির নিগহাসান থানা এলাকার একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দুই নাবালিকার দেহ উদ্ধার করা হয়েছে।
নাবালিকার পরিবার ও স্থানীয় গ্রামবাসীরা তিনজনের বিরুদ্ধে ধর্ষণ করে খুনের অভিযোগ এনেছেন। গ্রামবাসীরা নিগহাসান মোড়ে বিক্ষোভ প্রদর্শন এবং রাস্তা অবরোধও করেছেন।
লখনউ রেঞ্জের আইজি লক্ষ্মী সিং এবং লখিমপুর খেরির পুলিশ সুপার সঞ্জীব সুমন বিক্ষোভস্থলে গিয়ে গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন এই ঘটনায় পুলিশের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
গ্রামবাসীদেরকে অবরোধ তুলে নিয়ে সহযোগিতা করার আবেদন জানায় পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আখ খেতের একটি গাছে ওই দুই নাবালিকার ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। ওই দুই নাবালিকার মা সাংবাদিকদের জানিয়েছেন, তাঁর সন্দেহ মেয়েদের হত্যা করা হয়েছে।
তিনি জানিয়েছেন, পাশের গ্রামের তিন যুবক বাইকে করে ওই নাবালিকদের অপহরণ করেছিল। ঘটনার সময় ওই তিন যুবক কী রঙের জামা পরে ছিল তা পুলিশকে জানিয়েছেন নাবালিকাদের মা।
নাবালিকাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে খুন, ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
অতীতেও লখিমপুর খেরিতে এ ধরনের ঘটনা ঘটেছে। ২০২০ সালে ১৪ অগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে জেলার বিভিন্ন জায়গায় তিন নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা সামনে এসেছিল।
এই ঘটনার পর যোগী আদিত্যনাথ সরকারকে নিশানা করেছে সপা এবং কংগ্রসের মতো বিরোধী দলগুলি। সপা প্রধান অখিলেশ যাদব টুইটে লিখেছেন, যোগী সরকারের গুন্ডারা প্রতিদিন মা-বোনদের হেনস্থা করছে, যা অত্যন্ত লজ্জাজনক। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন, দিনের আলোয় ওই নাবালিকাদের অপহরণ করা হয়েছে। সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেই আইন-শৃঙ্খলার উন্নতি হবে না।