শিলচর, ৫ নভেম্বর : শিলচর আতালবস্তি মুনিয়া গোয়ালিনি এলপি স্কুলের পড়াশুনার অনিয়মের অভিযোগ ভিত্তিহীন বলে খন্ডন করলেন স্কুলের প্রধান শিক্ষক সহ স্কুল পরিচালন কমিটির সদস্য, সিআরসিসি এবং একাংশ ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা।
শনিবার সাংবাদিক সম্মেলন করে স্কুলের প্রধান শিক্ষক, স্কুল পরিচালনা কমিটির সদস্য, সিআর সিসি এবং একাংশ ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা বলেন, গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে স্কুলের দুর্নীতি হচ্ছে।
কিন্তু তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
স্কুলের প্রধান শিক্ষিকা ছাত্র ছাত্রীদের তিনি খুব যত্ন সহকারে পড়াশোনা করাচ্ছেন, মিডডে মিলেলর খাওয়াও খুব ভালো ভাবে দিচ্ছেন।
শিলচর আরবানের ব্লক রিসোর্স পারসন এবং ঘুংগুর ক্লাস্টারের সিআরসিসি ইনচার্জ সন্দিপা চক্রবর্তী বলেন, গতকাল এই এলাকার স্থানীয় একজন লোক যার কোন ছেলে মেয়ে এই স্কুলে পড়াশোনা করেনা অথচ স্কুলে এসে পড়াশোনা হচ্ছে না বলে শিক্ষক শিক্ষাদের সাথে খুব বাজে ব্যবহার করেন।
তিনি স্কূলের ছাত্র ছাত্রীদের পড়ানোর বিষয়ে জিজ্ঞাসা করতে থাকেন এতে স্কুলের ছাত্র ছাত্রীরা ভয় পায়, এই ঘটনার নিন্দা জানিয়ে প্রধান শিক্ষিকা বলেন, এই স্কুলের ছাত্র ছাত্রীদের খুব ভালো ভাবে খেয়াল রেখে পড়াশোনা করাচ্ছেন।
তিনি বলেন স্কুলে ভালো পড়াশোনা হচ্ছে বলে, গুন উৎসবে প্রথম দুইবার এ প্লাস পেয়েছে। বন্যার কারণে খুব বেশি পড়া শুনা করানো যায় নি, কিন্তু তার মধ্যে দিয়ে এ প্লাস পেয়েছে স্কুল।
স্কুলে মিডডে মিলের খাওয়ার ব্যাপারে বলেন, খুব ভালো ভাবে দেওয়া হয় ছাত্র ছাত্রীদের। তিনি নিজে এসে অনেক বার যাচাই করে গিয়েছেন। এদিন সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন সামলাল গোয়ালা, নন্দলাল গোয়ালা, হাসনারা বেগম, রিনা গোয়ালা সহ, সন্দীপা চক্রবর্তী এবং অন্যরা অভিভাবকরা।