নিউজ ডেক্স, গণআওয়াজ : কর্মসূত্রে বহিরাজ্যে গিয়ে নিহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন শিলচর লোকসভার কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার।
আজ তিনি উধারবন্দ পানগ্রামে কর্মসূত্রে বহিরাজ্যে গিয়ে নিহত রহিফ উদ্দিন লস্কর উরফে রুবেলের বাড়িতে গিয়ে তাঁর পিতা-মাতা সহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। রুবেল ১০ মে বহিরাজ্যের কর্মস্থলে বিদ্যুৎ পিষ্ট হয়ে প্রাণ হারান।
আজ শিলচর লোকসভার কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার ও উধারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায় এই অসহায় পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।
স্থানীয়রা সূর্যকান্ত সরকারকে দেখে খুবই খুশি হন। তারা জানান, এই পরিবারের খোঁজ নিতে একমাত্র তিনি ছাড়া আর কেউ আসেন নি।
বরাকে কোন কর্মসংস্থান না থাকার কারনে বহিরাজ্যে গিয়ে যুবকদের অকাল মৃত্যু হচ্ছে বলে শাসকদলকে আক্রম তিনি।
সূর্য বলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরি স্থানীয় যুবকদের দেওয়া হলে অর্থ উপার্জনে তাদের বহিরাজ্যে যাওয়ার প্রয়োজন হতো না।
তিনি আরোও বলেন, যখন কেউ নির্বাচিত প্রতিনিধি হন তখন তাকে সব জনগোষ্ঠীর সুখে দুঃখে পাশে থাকা তার কর্তব্য।
অসহায় পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে সূর্যকান্ত সরকার দুঃখ প্রকাশ করে বলেন কংগ্রেস সব সময় সবার পাশে আছে এবং থাকবে।
এদিন তাঁর সঙ্গে ছিলেন উধারবন্দ ব্লক কংগ্রেসের কানাই রবিদাস, সাদিক আহমেদ বড়লস্কর, কাসাদ আহমেদ বড়ভূঁইয়া, চুন চুন সাহা, আবুল হোসেন প্রমূখ।