দলিয় সংবিধান, বিধানসভার নিয়ম অমান্য করায় বিধায়ক বৃষকেতু দেববর্মাকে অযোগ্যে ঘোষণা : অধ্যক্ষ রতন চক্রবর্তী

Spread the love

আগরতলা, ২১ সেপ্টেম্বর : টিপরা নেতা বৃষকেতু দেববর্মাকে বিধানসভার নিয়ম লংঘনের জন্য রাজ্য অযোগ্য ঘোষণা করলেন  বিধাণসভার অধ্যক্ষ। অধ্যক্ষ রতন চক্রবর্তী একথা জানিয়েছেন।

ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেছেন, যে বিধায়ক বৃষকেতু দেববর্মা পদত্যাগের নিয়ম লঙ্ঘন করেছেন, তাই তাকে রাজ্য বিধানসভার জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।

রতন চক্রবর্তী জানান, সিমনা আসনের বিধায়ক বৃষকেতু দেববর্মা গত বছর মেসেঞ্জারের মাধ্যমে তার বিধায়ক পদ থেকে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন, যা রীতিনীতি লঙ্ঘন করেছে।

বিজেপি এবং আঞ্চলিক দল আইপিএফটি জোট থেকে গত বছর প্রদ্যোত কিশোর দেববর্মনের নেতৃত্বাধীন টিপরা দলে যোগ দিয়েছিলেন।

তাঁর টিপরা দলে যোগদানের পরপরই, আইপিএফটি সভাপতি ত্রিপুরা বিধানসভার স্পিকারের অফিসে একটি আবেদন দাখিল করে সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করার কারনে বিধায়ক বৃষকেতু দেববর্মাকে অযোগ্য ঘোষণার দাবী করেন।

বিষয়টি এক বছর থেকে শোনা গিয়েছিল বিধায়ককে বিধানসভার সামনে শারীরিকভাবে উপস্থিত হওয়ার জন্য তলব করা হয়েছে, কিন্তু তিনি অমান্য করেছেন।

স্পিকার তার আদেশে স্পষ্ট করে দেন, তিনি যে প্রমাণ পেয়েছেন তাতে আইপিএফটি পার্টির সংবিধান এবং আইপিএফটি সুপ্রিমো এনসি দেববর্মার উল্লেখিত পার্টি বিরোধী কার্যকলাপের নিয়মগুলি লঙ্ঘন করেছেন। তাকে বারবার সুযোগ দেওয়া হলেও তিনি সাড়া দেননি, তাই বিধায়ক বৃষকেতু দেববর্মাকে বিধানসভার জন্য অযোগ্য ঘোষণা করা হয়।   

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token