রূপক নাথ, কাঠিগড়ার, ২১শে সেপ্টেম্বর : কালাইন সাব-ডিভিশনের অন্তর্গত শিলচর কালাইন সড়কের ১৩২ নং ডি.টি.আর.ট্রান্সফর্মার থেকে যে সব বিদ্যুতের তার লাগানো রয়েছে তাতে অনেক জায়গায় বিশাল বিশাল আকারের গাছ ও বাঁশ বিদ্যুতের তারের স্পর্শে রয়েছে।
এতে যে কোন মুহূর্তে বিশাল আকারের দূর্ঘটনার শিকার হতে পারে, এই আশংকা এলাকার বসবাসকারী জন্সাধারনকে আতঙ্কিত তুলেছে।
এছাড়া যে সমস্ত বিদ্যুতের তার রাস্তার দুই পাশে লাগানো হয়েছে তাতেও প্রায় ৮০ শতাংশ বিদ্যুতের তার বিকল থাকায় টুকরো টুকরো জোড়া লাগিয়ে এপিডিসিএল দায়িত্ব পালন করছে।
প্রতি মাসে বিদ্যুতের মাসুল না দিলে বিদ্যুত বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুতের লাইন কর্তন করলেও বিভাগীয় একাংশ কর্মচারী, অবৈধভাবে বিদ্যুৎ দিয়ে মাসোয়ারা আদায় করছে।
গণআওয়াজ সংবাদদাতার হাতে এমন অবৈধ বিদ্যুৎ সংযোগের প্রমান রয়েছে। আইনত দণ্ডনীও হলেও অনেক জায়গায় বিদ্যুতের অবৈধ সংযোগ রয়েছে, এতে প্রমান বিভাগীয় কর্মীদের সাথে অবৈধ কনজোমারের অধিক সম্পর্ক থাকার কথা।
অতচ অথচ প্রকৃত বিদ্যুৎ গ্রাহককে বিভিন্ন ভাবে তার মাসুল গোনতে হচ্ছে। প্রতিদিন বিদ্যুতের শিকার হতে হচ্ছে প্রকৃত বিদ্যুৎ গ্রাহকদেরকে।
বিদ্যুৎ লাইন মেরামতির কাজের দায়িত্বে যে সমস্ত বিভাগীয় কর্মী রয়েছেন তাদেরকে বার বার অভিযোগ করা সত্ত্বেও কাজের কোন কাজ হয়নি। তাই আগামী দূর্গাপূজার প্রাক মূহুর্তে এসব কাজ না হয় তাহলে কালাইন বিদ্যুৎ বিভাগের অফিস ঘেরাও করতে পারেন এলাকার ভুক্তভোগী জনসাধারণ।