জুলি দাস, করিমগঞ্জ, ২২ সেপ্টেম্বর : সাম্প্রতিক সময়ে প্রলয়ঙ্করি বন্যায় করিমগঞ্জে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিছু এলাকা ছাড়া গ্রামাঞ্চলে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন জনগণ।
এখনো অনেকে ঘর এবং সংসার ঠিকমতো গুছিয়ে নিতে পারেননি। কারণ ক্ষতির পরিমাণ অনেক ছিল। বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের একাংশের সাহায্যে এগিয়ে এসেছে করিমগঞ্জ রেডক্রস।
বৃহস্পতিবার ডিএসএ কার্যালয় সংলগ্ন স্থানে এক অনুষ্ঠানের মাধ্যমে বাছাই করা ৪৮৮ জনের মধ্যে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
যেসব সামগ্রী বিতরণ করা হয়েছে সেগুলি হল–হাইজেনিক কিচেন সেট, মাক্স, সাবান সহ স্নানের প্রয়োজনীয় সামগ্রী, ত্রিপল ইত্যাদি।
রেডক্রসের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত জনগণ। আগামী কয়েকদিনও একইভাবে অন্যান্য এলাকায় অনুষ্ঠান করে সামগ্রীগুলি হিতাধিকারীদের মধ্যে তুলে দেওয়া হবে বলে রেডক্রসের পক্ষ থেকে জানানো হয়েছে।
মোট ২ হাজার জনের মধ্যে সামগ্রীগুলি দেওয়া হবে। দিল্লি থেকে সম্প্রতি বিভিন্ন সামগ্রী এসে পৌঁছে গুয়াহাটি রেডক্রসে।
সেখান থেকে বন্যা আক্রান্তদের মধ্যে বিতরণের জন্য সামগ্রীগুলি নিয়ে বুধবার রাতে করিমগঞ্জ এসে পৌঁছান গুয়াহাটি রেডক্রসের পাঁচজনের প্রতিনিধি।
বৃহস্পতিবার অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় হিতাধিকারীদের মধ্যে। বারোটা থেকে অনুষ্ঠান শুরু হলেও সকাল থেকেই ব্যাপক ভিড় লাগে ডিএসএতে।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলাশাসক জেকে বর্মন, করিমগঞ্জ রেডক্রসের সম্পাদক নিখিলরঞ্জন দাস, গুয়াহাটি রেডক্রসের সম্পাদক দেবপ্রসাদ শর্মা।
সভায় এছাড়াও উপস্থিত ছিলেন করিমগঞ্জ ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দেবব্রত সাহা, এসসি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, রেডক্রসের সভাপতি মনোজকান্তি দাস সহ অন্যান্যরা।
এছাড়াও গুয়াহাটি রেডক্রসের ফিন্যান্স ম্যানেজার সাধন চক্রবর্তী, লবকুমার শর্মা, শচীন্দ্র চক্রবর্তী, মৃদুল শর্মা উপস্থিত ছিলেন।
নিজের বক্তব্যে গুয়াহাটি রেডক্রসের সম্পাদক দেবপ্রসাদ শর্মা বলেছেন, প্রাকৃতিক কিংবা মানুষের সৃষ্টি করা যখনই কোন দুর্যোগ দেখা দেয় তখন পাশে দাঁড়ায় রেডক্রস।
সাম্প্রতিক সময়ে করোনা মহামারী, ভয়াবহ বন্যায় জীবন বাঁচাতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে ভুক্তভোগী জনগণকে। তাদের অনেক ক্ষতি হয়েছে।
যাদের ক্ষতি হয়েছে তাদেরকে রেডক্রেসের পক্ষ থেকে সামান্য সাহায্য করে পাশে থাকার চেষ্টা করা হয়েছে। রেডক্রস সাতবার নোবেল পুরস্কার পেয়েছে বলে সভায় উপস্থিত জনগণকে জানান তিনি।