শিলচর, (পিএনসি) ১৯ ফেব্রুয়ারি: বরাক উপত্যকার মাতৃভাষা আন্দোলনের সর্বাধিনায়ক, নেতাজি গবেষক, বহুগ্রন্থ প্রণেতা, প্রোথিতযশা লেখক-সাংবাদিক প্রয়াত পরিতোষ পাল চৌধুরীর কর্মময় জীবন সম্পর্কে একটি স্মৃতিগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার শিলচরে অনুষ্ঠিত এক সভায় এই উদ্দেশ্যে পরিতোষ পাল চৌধুরী স্মৃতি রক্ষা পর্ষদ গঠন করা হয়।
বিশিষ্ট আইনজীবী তথা লেখক ইমাদ উদ্দিন বুলবুলের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় প্রয়াত পাল চৌধুরীর গুণগ্রাহী, সহযোদ্ধা তথা বিশিষ্ট লেখক-সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নবগঠিত পরিতোষ পাল চৌধুরী স্মৃতি রক্ষা পর্ষদের সভাপতি মনোনীত হয়েছেন ইমাদ উদ্দিন বুলবুল, কার্যকরী সভাপতি পদে হারাণ দে, সহ সভাপতি পদে সাধন পুরকায়স্থ ও শরদিন্দু নারায়ণ ঘোষ।
সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বিপ্লব পাল চৌধুরী, সহ-সম্পাদক বাহার উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল হাই লস্কর।
এছাড়া কার্যকরী কমিটির সদস্য হিসেবে রয়েছেন মিতা দাস পুরকায়স্থ, বাপী রায়, পম্পা পাল চৌধুরী, রাজীব পাল চৌধুরী, তাপস কর, বারীন্দ্র কুমার দাস, গোষ্ঠলাল দাস, খাইরুল আলম মজুমদার।
শীঘ্রই পরিতোষ পাল চৌধুরীর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে একটি স্মৃতি গ্রন্থ প্রকাশ করা হবে বলে এদিন সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া প্রয়াত পরিতোষ পাল চৌধুরীর অসমাপ্ত কাজগুলো সম্পর্কে সবার পরামর্শ নিয়ে এগিয়ে যেতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান সভাপতি ইমাদ উদ্দিন বুলবুল।