তদন্ত দাবী হাইলাকান্দি জেলা বীর লাচিত সেনার!
হাইলাকান্দির প্রতিনিধি, ২১ ফেব্রুয়ারি : হাইলাকান্দি বিধানসভার অন্তর্গত বন্দুমারা মডেল আবাসিক স্কুলের ভবন নির্মাণে নিন্মমানের কাজ হচ্ছে বলে অভিযোগ করেছে বীর লাচিত সেনার হাইলাকান্দি জেলা কমিটি।
আজ হাইলাকান্দিতে বীর লাচিত সেনার জেলা সভাপতি জিয়াবুর রাহমান লস্কর সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, হাইলাকান্দি জেলার বন্দুকমারায় দীর্ঘ প্রতিক্ষিত মডেল আবাসিক স্কুল নির্মাণের জন্য সরকার ২৮.৯৮ কোটি টাকা বরাদ্দ করেছে।
কাজের বরাত পেয়েছে এম/এস ত্রিবেনী কন্সট্রাকশন লিমিটেড। পূর্ত বিভাগের শিলচর বিল্ডিং ডিভিশনের আওতায় কাজের প্যাকেজ নাম্বার- MRS -১৯।
কিন্তু মডেল আবাসিক স্কুলের ভবন নির্মাণের কাজে গাইডলাইন উপেক্ষা করে অত্যন্ত নিম্মমানের ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে বলে লাচিত সেনার অভিযোগ।
রাবিশ বালুর সঙ্গে অতি নিন্মমানের নদীর বালু লাগানো হচ্ছে। বীর লাচিত সেনার এক প্রতিনিধি দল সরজমিনে পরিদর্শন করে তারা প্রতিবাদে সরব হয়েছে।
সংগঠনের জেলা সভাপতি জিয়াবুর রাহমানের অভিযোগ, পূর্ত বিভাগ শিলচরের বিল্ডিং ডিভিশনের ইঞ্জিনিয়ার এবং ঠিকাদার উভয়ই মিলে এসব দূর্ণীতি করছে।
সেনার পক্ষ থেকে আজ হাইলাকান্দির জেলাশাসকের কাছে উপযুক্ত তদন্ত দাবি করে স্মারকপত্র দেওয়া হয়েছে।
পরে লাচিত সেনার কর্মকর্তারা সংবাদমাধ্যমকে বলেছেন, আগামী পনেরো দিনের মধ্যে তদন্তক্রমে ব্যবস্থা নেওয়া না হলে তারা স্কুলের কাজ বন্ধ করে দেবে।
এছাড়া গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলারও হুমকি দেন সংগঠনের জেলা সভাপতি জিয়াবুর রহমান লস্কর, উপসভাপতি নূরুল হক বড়ভূইয়া ও মিজানুর রহমান বড়ভূইয়ারা।