শিলচর-জয়ন্তিয়া সড়ক সংস্কারে জাগছে মানুষ, টনক কি নড়বে সরকারের?

Spread the love

শিলচর, ৬ মার্চ : গঠিত হল শিলচর-জয়ন্তিয়া সড়ক সংস্কারে আন্দোলন কমিটি। দীর্ঘ ৮-১০ বছর থেকে পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে।

বিশেষ করে বড়খলা থেকে বিহাড়া পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটারের কোন অভিভাবক খোঁজে পাওয়া যায়নি।

না সরকার, না জনসাধারণ! সড়কটি অভিভাবকহীন হয়ে পড়ায় মরণ ফাঁদে পরিণত হয়েছে। নালার সমমর্যাদার রাস্তার স্মৃতিচিহ্নের উপর দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে।

একদিকে ধুলোর ঝড় তো অন্যদিকে কোন সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রানহানির আশংকা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা।

জারইলতলা ইন্ডিয়ান অয়েলের বটলিং প্ল্যান্ট থাকায় ট্যাংকারগুলো সিলিন্ডার নিয়ে ঝুকির মধ্যে যাতায়াত করছে।

নির্লজ্জ মানুষ নুন্যতম প্রতীবাদটুকু করার মানুষিক হারিয়ে ফেলে।

অবশে রবিবার (৫ মারচ,২০২৩) কিছুসংখ্যক মানুষের বোধগম্য ফিরে আসে, হরিণছরায় খোলা আকাশের নীচে সভা করে সিদ্ধান্ত নেওয়া হয় রাস্তার সংস্কারে গণআন্দোলন গড়ে তোলার।

কিন্তু আন্দোলন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 গঠন করা হয়েছে ২১ সদস্য বিশিষ্ট শিলচর জয়ন্তিয়া সড়ক সংস্কার মঞ্চ নামে একটি কমিটি।

কমিটির সভাপতি হয়েছেন সেবক পাল, ৪ জন উপ সভাপতি সম্রাট ধর, কানাইলাল সূত্রধর, শিবুচন্দ্রদাস আলতাফহোসেন বড়ভৃইয়া, সাধারণ সম্পাদক অজিত কুমার  সিংহ, সহ  সম্পাদক ফখরুল ইসলাম লস্কর, সুলতান আহমেদ লস্কর, কোষাধ্যক্ক  বিজয় কুমার শর্মা।

সভায়  সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ১৩ মার্চ শিলচর জয়ন্তিয়া সড়কের দুরবস্থর সংস্কারের দাবিতে কাছাড়ের জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

এতে কাজ না হলে মাধ্যমিক পরীক্ষার পর বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়েছে। সভায় এলাকার শতাধিক ভোক্তভোগী পুরুষ মহিলা উপস্থিত ছিলেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token