সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ৬ মার্চ : দুল্লভছড়া ও চেরাগী বন বিভাগের দৃঢ় পদক্ষেপে বিগত দিনে সিংলানদী থেকে অবৈধ বালি উওোলনের কয়েকটি মেশিন জব্দ করা হয়।
কিন্তু এরপরও দমে থাকেনি বালি পাঁচার মাফিয়ারা।
বালি উত্তোলনের মেশিন ব্যবহার না করলেও হাজিরা লোক দিয়ে সিংলা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে বালি পাচার চালিয়ে যাচ্ছে মাফিয়ারা।
বিশেষ করে সিংলার কয়লাঘাট ও বড়বাড়ীতে স্তুপ করে বালি পাঁচার অব্যাহত রেখেছে।
বন বিভাগের অমুল্য সম্পদ অবৈধভাবে পাচারের প্রতিবাদে অবশেষে প্রতিবাদী হন স্থানীয় মানুষ, অভিযোগ করা হয় দুল্লভছড়া ফরেস্ট বীট অফিসে।
রবিবার দুল্লভছড়া ফরেস্ট বীট অফিসের কর্মীরা অভিযোগের প্রেক্ষিতে স্থান গুলি পরির্দশন করে বালি উওোলন কারীদের বিভিন্ন সামগ্রী জব্দ করে। এছাড়াও বড়বাড়ী থেকে বালি পাচারে ব্যবহিত দু’টি ট্রিপার গাড়ি জব্দ করে বনবিভাগের চেরাগী রেঞ্জে পাটিয়ে দেওয়া হয়েছে।