সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ২৯ মার্চ : রাজনৈতিক দাপট দেখিয়ে রাস্তার কাজের স্থান পরিবর্তন করে শিলান্যাস করায় সরব হলেন সিংলা জিপি ও দরগারবন জিপির কয়েক শত পরিবার।
শুধু তাই নয় গণ আন্দোলন গড়ে তুলার হুমকিও দিয়েছেন তারা।
রাতাবাড়ীর বিধায়ক বিজয় মালাকারের স্নেহ ধন্য বরাত প্রাপ্ত ঠিকাদার নিজ মুনাফার জন্য শিলান্যাসের স্থান ছেড়ে অন্যাত্র শিলান্যাস করার অভিযোগ করেন ক্ষুব্ধ জনগণ।
স্থানীয় ক্ষোভের সঙ্গে বলেন মূখ্য মন্ত্রী পথ পকিকরন প্রকল্পের অধীনে সিংলা জিপির ৫ নং ওয়ার্ড সি আর রোড থেকে পশ্চিম সিংলা পর্যন্ত রাস্তার কাজে ১ কোটি ৩১ লক্ষ ৯৬ হাজার টাকা বরাদ্দ হয়েছে।
কিন্ত রাতাবাড়ীর বিধায়ক বিজয় মালাকারের অনুগত ঠিকাদার সুজাতা কৈরির প্রতিনিধি শিক্ষক বিশ্বজিৎ কৈরি ও দীপন সিনহা সহ অন্যান্যরা স্থান পরবর্তন করে ৩ নং ওয়ার্ডে শিলান্যাস করেন।
এতেই জনমনে ক্ষোভের সৃষ্টি করে।
গ্রামবাসি ২৭ মার্চ বিধায়কের সঙ্গে দেখা করে লিখিত স্মারকপত্রের মাধ্যমে তাদের ক্ষোভের কারণ তুলে ধরেন। বিধায়ক তাদেরকে সমস্যার সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
পরে তারা জানান, এই রাস্তাটি হলে মাকুন্দা হাসপাতাল ও লোয়ারপোয়ার সঙ্গে এলাকার কয়েক হাজার পরিবারের যোগাযোগ গড়ে ওঠবে।
কিন্তু রাস্তার কাজের ঠিকাদারের প্রতিনিধি শিক্ষক স্বামী বিশ্বজিৎ কৈরীর কখনো এই রাস্তার কাজ হতে দেবেন না বলেও তারা জানান।
কারণ এর আগে একইভাবে টিকাদারের শিক্ষক স্বামী বিশ্বজিৎ কৈরীর সঙ্গে গ্রামবাসির মনোমালিন্য হয়েছিল। তাই তিনি এই রাস্তার কাজ হতে দেবেননা।
তবে বিধায়কের ভূমিকার নির্ভর করে প্রয়োজনে গণ আন্দোলন এবং আইনের আশ্রয় নিতে পিছ –পা হবেন না বলে সাফ জানিয়ে দিয়ে বিশ্বজিৎ কৈরী মুর্দাবাদ ধব্বনী দেন।