শিলচর, ১৯ নভেম্বর : দুই দিনের সফরে বিভিন্ন কার্যসুচি নিয়ে শিলচর পৌছলেন কেন্দ্রীয় জাহাজ, বন্দর, জলপথ ও আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
সোনোয়াল কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর এই প্রথম বরাক সফরে এলেন।
কেন্দ্রীয় মন্ত্রী বিমানবন্দর থেকে সোজা বদরপুরে কেন্দ্রীয় জলপরিবহন মন্ত্রকের অধীনে থাকা নদীবন্দরে একটি অনুষ্ঠানে অংশ নেন।
এদিন কেন্দ্রীয় মন্ত্রীকে বিমান বন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ রাজদীপ রায়, বিধায়ক কৌশিক রাই ও বিজেপি কর্মীবৃন্দরা।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী বদরপুরে টার্মিনাল পরিদর্শন করেন। সাংবাদিকের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, বদরপুরে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক ত্বরান্বিত করার জন্য একটি উন্নতমানের টার্মিনাস নির্মাণ হবে।
বরাক নদীকেও আবার ড্রেজিং করা হবে।
উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সফরের আগাম ঘোষণা করা হয়েছিল যদিও, করিমগঞ্জ জেলার দুই বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং বিজয় মালাকার উপস্থিত ছিলেন না।
তবে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য, সাংসদ রাজদীপ রায়, সাংসদ কৃপানাথ মালহ। বর্তমান বরাক, পাহাড়, সমতলের স্লোগান ম্লান হয়ে গেছে।
বরাক-ব্রহ্মপুত্র পাহাড় ও সমতল এক ছিল এবং এক থাকবে বলে মন্তব্য করেন তিনি।
পরে শিলচরে ফিরে কাছাড়ের জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক রিভিউ মিটিঙে অংশ গ্রহণ করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য, সাংসদ রাজদীপ রায়, সাংসদ কৃপানাথ মাল্লা, বিধায়ক মিহির কান্তি সোম, ডিসি কাছাড়, ডিসি করিমগঞ্জ, উচ্চপদস্থ আধিকারিকরা। এদিকে সন্ধ্যায় কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।