সুরক্ষাহীনতার মধ্যে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত
গুয়াহাটি, ৬ এপ্রিল : বিজেপি সরকারের লক্ষ্য বাংলাদেশি মুক্ত আসাম। কিন্তু বিজেপি সরকার অসমের মানুষকে শুধু স্বপ্ন দেখিয়েছে!
বুধবার কামাখ্যা রেলস্টেশনে আরপিএফ এবং জিআরপি যৌথ অভিযানে তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে।
গ্রেপ্তার হওয়া তিন বাংলাদেশী নাগরিক আসামে প্রবেশ করে ৬ মাস আগে, মেঘালয়ের বনগাঁ হয়ে আসামে প্রবেশ তারা।
গ্রেফতারকৃতরা হল আজিম আলী, আবদুল কায়ুম এবং শাকিল মিয়া।
আজিম আলী বাংলাদেশের সোনামগঞ্জের বাসিন্দা, আবদুল কায়ুম বাংলাদেশের হাবিবগঞ্জের বাসিন্দা এবং শাকিল মিয়া বাংলাদেশের ব্রাহ্মনবাড়িয়ার বাসিন্দা।
শাকিল মিয়া ২০ মার্চ, ২০২৩ তারিখে মেঘালয়ের তামাবিল হয়ে পায়ে হেঁটে আসামে প্রবেশ করে।
আজিম আলী ছয় মাস আগে ভারতে আসে এবং শাকিল মিয়া ৬ ফেব্রুয়ারী ২০২৩ সোনাতুলা হয়ে আসে।
মেঘালয় পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই তিন বাংলাদেশির কেউ ১৭ দিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করলেও কেউ ২ মাস আগে এবং কেউ ৬ মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে।
কাজের সন্ধানে কাশ্মীরে গিয়েছিল, তাদের কাছে জাল আধার কার্ডও রয়েছে।
কিন্তু সীমান্তে কড়া নিরাপত্তার পর কীভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করল বাংলাদেশিরা?
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, এর জন্য ভারতীয় এজেন্টকে ২৫ হাজার টাকা দিয়েছে। আসামে বাংলাদেশী নাগরিকদের এই অবাদ অনুপ্রবেশে স্পষ্ট হয়েছে যে বিজেপির শাসনামলেও ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত নয়।