হাইলাকান্দি প্রতিনিধি : ছাব্বিশের নির্বাচনে আসামের জনগণ বিজেপির সৈরাচারী শাসনের উপযুক্ত জবাব দেবেন বললেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার।
ক্ষোভ প্রকাশ করে বিধায়ক খলিল বলেন, অরুণোদয় প্রকল্প বাস্তবায়নে বিধায়কদেরকে পাওয়ার লেস করে রাখা হয়েছে।
হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি সামস উদ্দিন বড়লস্কর সহ কংগ্রেসের অন্যান্য কর্মকর্তাদের পাশে রেখে সাংবাদিকদের বলেন, অসমে বিচার দেওয়ার কোন জায়গা নেই।
বর্তমান বিজেপি সরকারের অধীনে অসমে জনগণের উপর এক ধরনের অযৌক্তিক শাসন চালানো হচ্ছে উল্লেখ করেন তিনি।
ডিলিমিটেশনের মাধ্যমে যেভাবে পঞ্চায়েতের জিপি, ওয়ার্ড গঠন করা হয়েছে এতে জনগণ চরম হয়রানির শিকার হচ্ছেন।
বিধায়ক খলিল ক্ষোভের সুরে বলেন, অরুণোদয় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে মূখ্যমন্ত্রী বিডিও কনফারেন্সে যে কথা বলেছেন, জেলা পর্যায়ে আসার পর তার কোন গুরুত্ব নেই।
এমনকি বর্তমান অরুণোদয় প্রকল্পের বাস্তবায়নে বিধায়কদের হাতে কোন ক্ষমতা নেই।
অথচ বিধায়করা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবায় নিয়োজিত।
খলিল বলেন, এই সরকারের একমাত্র লক্ষ্য হলো তাদের রাজনৈতিক স্বার্থ রক্ষা করা। তিনি আত্মপ্রত্যয়ের সঙ্গে বলেন, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অসমের জনগণ বিজেপির শাসনের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ জানিয়ে এক নতুন রাজনীতির সূচনা করবেন।