প্রয়াগরাজ ৯ এপ্রিল : উমেশ পাল হত্যায় মাফিয়া আতিকের বোন আয়েশা নূরী ও তার দুই মেয়েকেও ওয়ান্টেড করা হয়েছে।
এখন আয়েশার পাশাপাশি তার দুই মেয়ের বিরুদ্ধেও কড়াকড়ি করেছে পুলিশ।
মাফিয়া আতিক আহমেদের বোন ও তার দুই ভাতিজির খোঁজে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। সকলের বিরুদ্ধেই শ্যুটারদের রক্ষা ও সাহায্য করার অভিযোগ রয়েছে।
পুলিশ আসাদ, গুড্ডু মুসলিমকে ধরিয়ে দিলে পাঁচ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছিলো, কিন্তু তাদেরকে মিরাটের নৌচান্দিতে ডঃ আখলাকের বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছিলো।
এ সময় আখলাক শুটারদের আর্থিক ও অন্যান্য সাহায্যও করেছিলেন। আখলাকের মেয়েরাও বাড়িতে সাহায্যকারীর ভূমিকা পালন করেছে।
আখলাকের স্ত্রী আয়েশা নুরি লখনউ প্রয়াগরাজ থেকে বেরেলি পর্যন্ত সাহায্যের জন্য কোনও কসরত রাখেননি।
এ ছাড়া আখলাকের পরিবারের পক্ষ থেকে বন্দুকধারীদের গাড়িও দেওয়া হয়েছিল।
তদন্তে পুলিশ আরও জানতে পেরেছিল যে আয়েশাই আসাদকে গুড্ডুর জন্য দিল্লিতে ফ্ল্যাট দিয়েছিলেন।
সিসিটিভি ফুটেজের ভিত্তিতে এসটিএফ শ্যুটারদের হত্যাকাণ্ডের সময় বাড়িতে রেখে সাহায্য করার জন্য আখলাককে গ্রেপ্তার করে।
এরপর মামলার তদন্ত এগিয়ে নেওয়া হলে আয়েশা নূরী ও তার কন্যাদের ভূমিকাও সামনে আসে। এর ভিত্তিতে মামলায় আয়েশা ও তার দুই মেয়ের নাম যুক্ত করে তাকে ওয়ান্টেড করা হয়।