মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি, ২২ ডিসেম্বর : কাটলিছড়া সমষ্টির বিভিন্ন উন্নয়ন মূলক কাজকর্মের ভুল তথ্য জনসমক্ষে প্রকাশ করে জনসাধারণকে বিভ্রান্ত করছেন রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর।
বৃহস্পতিবার হাইলাকান্দিতে সাংবাদিক সম্মেলনে এভাবেই আক্রমণ করেন এআইইউডিএফ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন বড়ভূইয়া।
তিনি বলেন, অর্থের বিনিময়ে কোন এক নেতার হয়ে সমাজে অপপ্রচার চালাচ্ছেন রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর।
বিগত ত্রিশ বছরে তিনশো বছর পিছিয়ে পড়া কাটলিছড়া সমষ্টিকে বিধায়ক সুজাম উদ্দিন লস্কর একটি নতুন দিশে নিয়ে যাচ্ছেন, বিধায়ক সুজামের হাত ধরে কাটলিছড়ায় উন্নয়নের জোয়ার বইছে বলে দাবি করেন এআইইউডিএফ নেতা দিলোয়ার।
রাইজর দলের হাইলাকান্দি জেলা সভাপতি জহির উদ্দিন লস্কর সংবাদ মাধ্যমে বলেছিলেন কাটলিছড়ার বিধায়কের হোম জিপি মোহাম্মদপুরের একটি রাস্তায় তিনটি বিভাগ থেকে স্কিম ধরে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে।
এসব তথ্যকে সম্পূর্ণ ভুল বলে দাবী করেন এআইইউডিএফ নেতা দিলোয়ার।
জনগণকে এভাবে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত না করে রাইজর দলের নেতা জহির উদ্দিনকে উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার আহ্বান জানান দিলোয়ার হোসেন বড়ভূইয়া।
এদিকে, অসমে বিজেপি সরকার এবং হাইলাকান্দিতে এআইইউডিএফ এবং সরকার উভয়ই মিলে শুধু লুন্ঠন আর লুন্ঠন চালাচ্ছেন বলে রাইজর দলের নেতা জহির উদ্দিনের মন্তব্যকে হাস্যকর বলে খন্ডন করেন তিনি।