রামকৃষ্ণনগর পুরসভায় পৌছল দুটি গারভেজ ট্রিপার, সন্তোষ প্রকাশ পুরনেত্রীর

Spread the love

শ্যামল আচার্য, রামকৃষ্ণ নগর, ১২ এপ্রিল : রামকৃষ্ণনগর পুরসভায় বুধবারে এসে পৌছেlল নর্দমা সাফাইয়ের জন্য গারভেজ ট্রিপার।

সাফাইয়ের জন্য দুটি ট্রিপার এবং জেসিবির জন্য পুরসভা গত দশদিন আগে দরপত্র আহ্বান করেছিল।

ট্রিপার দুটির সাপ্লাইয়ের বরাত পায় শিলচরের জগন্নাথ বাহন নামের সংস্থা। তাঁরা অশোক লিল্যাণ্ড কোম্পানীর ট্রিপার দুটি রামকৃষ্ণনগর পুরসভার কাছে সমঝে দেন।

পুরসভা ১৩ লক্ষ ৪ হাজার ৮০২ টাকা করে প্রতিটি ট্রিপারের মূল্য চেকের মাধ্যমে তুলে দেন জগন্নাথ বাহন কর্ত্তৃপক্ষের হাতে।

ওইসময় উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর পুরসভার এক্সিকিউটিভ অফিসার রাহুল পি গগৈ, পুরসভার চেয়ারপার্সন প্রতিমা নাথ এবং ভাইস চেয়ারম্যান হিমাংশু দেব।

ভাইস চেয়ারম্যান হিমাংশু দেব খুশী ব্যক্ত করে সাংবাদিকদের বলেন, নতুন গঠিত হওয়া পুরসভা ধীরে-ধীরে শহরবাসীর সমস্যা দূরীকরনে হাত দিচ্ছে।

শহরের নালা, পাব্লিক টয়লেট, পানীয় জলের সুব্যবস্থা, গলিপথ নির্মান, ডাম্পিং গ্রাউণ্ড নির্মান, মার্কেট শেড নির্মান ইত্যাদি কাজে হাত দিচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই।

এজন্য ঠিকাদার ডেকে দরপত্র আহ্বান করা হয়েগেছে।

ওয়ার্ক অর্ডার দেওয়ার পরই ৩ কোটি টাকার কাজ পুরোদমে শুরু হবে। পুরনেত্রী প্রতিমা নাথ বলেন, নতুন পুরসভা হওয়ায় সবকিছু নতুন।

ষ্টাফরাও অভিজ্ঞ হয়ে উঠবেন, জনস্বার্থে সবকিছু করে যেতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বিধায়ক বিজয় মালাকার রয়েছেন একজন অভিভাবক হিসাবে।

তাই সরকার থেকে অর্থ বরাদ্দ করিয়ে আনতে কোন কার্পন্য করা হবে না। বিরোধীরা যাই বলুক এজায়গায় যদি তাঁরা থাকত তবে অনেক কিছুই অধরা থাকত।

রাজ্যে-কেন্দ্রে বিজেপি সরকার আর বিজেপি গঠিত পুরবোর্ড তাই উন্নয়ন ঘটবেই। উন্নয়নের ক্ষেত্রে বিজেপি অন্যদের থেকে বেশী মনোযোগী, তাই চিন্তার কোন কারন নেই বলেন পুরনেত্রী।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token