শ্যামল আচার্য, রামকৃষ্ণনগর, ১৫ এপ্রিল : পূরাতনকে বিদায় দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে বিভিন্ন কার্যসূচী পালন করেছে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণ নগর আঞ্চলিক কমিটি।
আজ ১লা বৈশাখ শনিবার সকাল ৬-৩০ মিনিটে রামকৃষ্ণ নগরের প্রধান প্রধান সড়কে পরিক্রমা করে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা ধামাইল রিয়াং নৃত্য এবং কচিকাচারাও নানা ধরনের নৃত্য দেখিয়ে দর্শকদের মন কেড়ে নেয়।
স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে নৃত্য, গীত, স্বরচিত কবিতা আবৃত্তি সহ এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদর্শিত করে।
শোভাযাত্রা রামকৃষ্ণ নগর নেতাজী বাগ থেকে কদমতলা এবং ব্লক রোড হয়ে পুণরায় নেতাজী বাগে আসে।
এর পর শুরু হয় কবিতা আবৃত্তি ও নৃত্য গীতের অনুষ্টান।
শোভাযাত্রা সহ সকল অনুষ্টানে এলাকাবাসী সকলে স্বতস্ফুর্ত ভাবে উপস্থিত হয়ে বর্ষবরণ অনুষ্ঠান উপভোগ করেন। আজ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পল্লীশ্রী হাই স্কুল, বিবেকানন্দ বিদ্যাপীঠ, আই হোম ইংলিশ মিডিয়াম, প্রনবানন্দ বিদ্যামন্দির, রামকৃষ্ণ নগর বিদ্যাপীঠ, জি সি পাল কলেজ সরস্বতী বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীরা।