শ্যামল আচার্য, রামকৃষ্ণনগর, ১৫ এপ্রিল : প্রতি বছরের ন্যায় এবছরও রামকৃষ্ণনগরে চড়ক মেলা অনুষ্ঠিত হয়েছে।
আবহাওয়া ভালো থাকায় শুক্রবার বিকেলে রামকৃষ্ণনগরের খেলার মাঠে হাজার হাজার মানুষ চড়ক পূজো দেখতে উপস্থিত হন।
পূজো শেষে শরীরের বিভিন্ন জায়গায় বর্ষী গেঁথে প্রদক্ষিন করে চড়ক পূজোর সাধুরা।
এছাড়া কালী নাচ, শিব-দূর্গার নাচও হয় এদিন চড়ক পুজোতে।
অন্যদিকে বেশ কিছুদিন থেকে প্রতিদিনই চড়ক পুজোর আয়োজকরা বাড়ি বাড়ি গিয়ে শিব গৌরীর নৃত্য করেছেন।
পাশাপশি পুজোর চাঁদা আদায় করেন তারা। চৈত্র মাসের শেষ দিকে অনুষ্টিত হয় চড়ক পুজো।
এরই অংশ হিসেবে রামকৃষ্ণ নগর খেলার মাঠে পুজোর আয়োজন করা হয়।
সকালে শিব গৌরীর পুজো সম্পন্ন করা হয় সম্পূর্ণ বিধি মতে।
এদিকে, আগের রাতে কালি নাচের আয়োজন করা হয় রামকৃষ্ণ নগরে। এতেও দর্শকরা অনেক ভিড় করেন।
সব মিলিয়ে বেশ উৎসাহের মধ্যে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় রামকৃষ্ণ নগর চড়ক পুজো