শ্যামল আচার্য, রামকৃষ্ণনগর, ২৩ এপ্রিল : বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলন রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতি শনিবার রামকৃষ্ণনগরের কর্মরত চারজন সাংবাদিককে সংবর্ধনা প্রদান করেছে।
শনিবার সন্ধ্যায় রামকৃষ্ণ নগর কালীমন্দিরের কার্যালয়ে এই চার সাংবাদিককে উত্তরীয় এবং মমেন্টো দিয়ে সংবর্ধনা জানানো হয়।
সাতজন সাংবাদিককে সংবর্ধনা দেওয়ার কথা থাকলেও তিনজন তাদের ব্যাক্তিগত কাজের জন্য উপস্থিত থাকতে পারেন নি বলে জানিয়েছেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির সম্পাদক কৃষ্ণ চৌধুরী।
এদিনের অনুষ্ঠান রামকৃষ্ণনগরের কর্মরত সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষা ড০ মালা শর্মা এবং রামকৃষ্ণ নগর রামকৃষ্ণ বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষিকা মন্দিরা দেবরায়।
প্রবীণ সাংবাদিক সম্মাননা স্বারক প্রবীণ সাংবাদিক তাপস পাল, সাময়িক প্রসঙ্গের সাংবাদিক হীরক বণিক, গণআয়াজের সাংবাদিক শ্যামল আচার্য্য এবং দৈনিক নববার্তা প্রসঙ্গের সাংবাদিক রামধন দাসকে।
অনুষ্ঠানে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি কৃষ্ণরঞ্জন পাল, সম্পাদক কৃষ্ণ চৌধুরী, সহ সভাপতি হিমাংশু শেখর দেব রায় এবং সহ সম্পাদক রাজদীপ তালুকদার।
উপস্থিত সকলেই সংবাদ জগতের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। অনেকেই সাংবাদিকদের উৎসাহিত করতে বেশ কিছু ঘটনা তুলে ধরেন।
সংবাদ সংগ্রহ করতে যে সাংবাদিকদের কত পরিশ্রম করতে হয় সেগুলোর ব্যাপারেও আলোচনা করেন উপস্থিত ব্যাক্তিবর্গরা।
বর্তমান সমাজে সাংবাদিকের সঠিকভাবে সম্মান তথা মর্যাদা দেওয়া হচ্ছে না বলে, সেদিকেও লক্ষ্য রেখে সাংবাদিকদের প্রাপ্য সম্মানটুকু যাতে দেওয়া হয় তা উল্লেখ করেছেন অনেকেই।
বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন রামকৃষ্ণ নগর আঞ্চলিক সমিতির সভাপতি কৃষ্ণরঞ্জন পাল সমাপ্তি বক্তব্যে সাংবাদিকদের অনুপ্রানিত করেন। অনুষ্ঠানের সমাপ্তি হয় কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষা ড০ মালা শর্মার কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।