লক্ষীপুর : বর্তমান সোনাই বিধানসভায় থাকা বাদ্রিপার জিপির ৮টি ওয়ার্ড উধারবন্দ বিধানসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
একেবারে মধ্য থেকে দুটি ওয়ার্ড থেকে গেছে সোনাইয়ের সঙ্গে। এনিয়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
শুধু ৪ এবং ৫ নম্বর ওয়ার্ড সোনাইয়ে রেখে বাকি আটটি ওয়ার্ড উধারবন্দের সঙ্গে যুক্ত করা হয়েছে।
এই দুটি ওয়ার্ডের জনগণের প্রশ্ন, আটটি ওয়ার্ড উধারবন্দের সঙ্গে যুক্ত করে দুটি ওয়ার্ড সোনাইয়ে কেন?
জনগণকে রাজনৈতিক ভাবে বঞ্চিত করতেই কি তাহলে এই ষড়যন্ত্র?
জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য অনিমা বালা রায়, জিপি সদস্য লীলারানী রায়, নারায়ন চন্দ্র রায়, জিপি সদস্য কৃষ্ণমোহন রায়, আমির উদ্দিন চৌধুরী, প্রাক্তন জিপি সদস্য ইসলাম উদ্দিন চৌধুরী, মাঙ্গি সিংহ, বর্তমান জিপি সভানেত্রীর স্বামী সহ অন্যান্যরা এমন প্রশ্ন তুলেছেন।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ডিলিমিটেশন প্রক্রিয়া পুনর্বিবেচনা করে দুটি ওয়ার্ড উধারবন্দের সঙ্গে যুক্ত করা হোক, নতুবা পুরো জিপি যেকোন এক বিধানসভা এলাকায় যুক্ত করা হোক।
এভাবে দুটি ওয়ার্ড আলাদা করে সোনাইয়ের সঙ্গে রাখা হলে তারা আগামী নির্বাচনে ভোট বয়কট করে ডিলিমিটেশন প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যলস্ত করবেন।