রত্নদীপ চক্রবর্ত্তী, ধর্মনগর, ২৯ এপ্রিল : শনিবার উত্তর ত্রিপুরার জেলা সদর ধর্মনগর রাজবাড়ি বালিকা বিদ্যালয়ে এনএসএস ইউনিটের পক্ষ থেকে ৭দিন ব্যাপী একটি স্পেশাল ক্যাম্পের শুভারম্ভ করা হয়।
এই অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুরপরিষদের ভাইস চেয়ারপারসন মঞ্জু নাথ সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন চক্রবর্ত্তী, ধর্মনগর পুরপরিষদের সদস্য শিপ্রা মালাকার, এসএমসি সদস্য বিমলেন্দু পাল চৌধুরী, দেবলা মুখার্জী সহ অন্যান্যরা।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন ধর্মনগর পুরপরিষদের ভাইস চেয়ারপারসন মঞ্জু নাথ।
পরে বিদ্যালয়ের ছাত্রীরা একটি নৃত্য পরিবেশন করেন এবং বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনায় অনুষ্ঠানটি ভরে ওঠে।
অতিথিরা তাদের বক্তব্যে বিদ্যালয়ের ছাত্রীদের এনএসএস এর গুরুত্ব এবং ভলানটিয়ারদের সমাজের প্রতি কর্তব্য সহ বিভিন্ন বিষয় সম্পর্কে আবগত করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ বিদ্যাওল্যের ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।